আমার বাংলা ব্লগ কবিতা :- চাওয়া

in আমার বাংলা ব্লগ4 days ago

আমার বাংলা ব্লকের আমার সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটি বিশেষ শব্দকে কেন্দ্র করে লিখতে বসেছি ছোট্ট একটি কবিতা কবিতার নাম“চাওয়া”। এই ছোট্ট শব্দটি আমাদের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। এটি আপনি মানেন আর না মানে এটাই বাস্তব। এই পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন তার ভেতরে থেকে যায় নানা রকম চাওয়া কখনো কম হবে না, কখনো বড়, কখনো প্রকাশিত, আবার কখনো অপ্রকাশিত চাওয়া থেকেই যাবে একটা মানুষের হৃদয়। আর এই কবিতায় আমি তুলে ধরার চেষ্টা করব সেই চাওয়ার ভেতরে লুকানো আবেগ স্বপ্ন, ভালোবাসা, বেদনা আর আশাগুলো।

আমার আজকের কবিতার প্রতিটি লাইন আপনাকে মনে করিয়ে দেবে, চাওয়া আসলে আমাদের বেঁচে থাকার শক্তি, আর স্বপ্ন দেখার সাহস। তাহলে চলুন কবিতাটি লেখা যাক।
name_-gravity-_AdUs32i0jc-unsplash.jpg
Src

কবিতা: চাওয়া

তুমি কেমন আছো আজ?
বলো তো হৃদয় খুশি নাকি ক্লান্ত,
এই প্রশ্ন দিয়েই শুরু করি,
আজকের ভাবনার আর কবিতা চাওয়া।

চাওয়া তো মানুষের অন্তরের চিরন্তন দিশা,
যেখানে আছে আশা,
যেখানে আছে নতুন জীবনের ইশারা।

কখনো তা ছোট ছোট হয়,
হয় এক মুঠো হাসি,
কখনো তা বড় হয়
তারার মতো দূর খুঁজি আকাশবাসী।

চাওয়া মানে স্বপ্ন,
চাওয়া মানে জেদী মন,
হারিয়ে গেলেও বলে,
একদিন পাবো তোমাকে আপন করে।

চাওয়া ছাড়া মানুষ কেমন ফাঁকা হয়,
পথ চলা থেমে যায়,
কখনো জীবনের আলোও নিভে যায়।
তাই প্রতিটি চাওয়া আঁকড়ে ধরো প্রাণ ভরে,
সেখানে লুকিয়ে আছে আগামী দিনের জয়গানে।

বন্ধুরা, মনে রাখবেন, চাওয়া কখনো লোভ নয়, বরং স্বপ্ন দেখার সাহস। আপনার চাওয়া আপনাকে সামনে এগোতে শেখাবে, জীবনের অন্ধকার ভেদ করে আলোতে পৌঁছে দেবে। তাই নিজের চাওয়াকে ছোট করবেন না, আর অন্যের চাওয়াকেও সম্মান দিন। তাহলেই জীবনে আপনি সামনে এগোতে পারবেন।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemX