নদী নিয়ে একগুচ্ছ কবিতা।
আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নদী।

নদী তুমি সর্বানাশা।
ভেঙ্গেছো মানুষের আশা।
কেড়ে নিয়েছো ভালোবাসা।
দিয়েছো একরাশ হতাশা।
তুমি বহন কর সবকিছু,
ভালো হোক কিংবা মন্দ।
বয়ে নিয়ে যাও সব,
তুমি থামলেই সব বন্ধ।
নদী তুমি কৃষকের মা।
কৃষকের তরে জীবন উৎসর্গ তোমার।
কখনও বয়ে আনো পানি, কখনও নিয়ে যাও।
যখন যা দরকার।
হে ডাকাতিয়া,
শৈশবের ভালোবাসা।
প্রথম প্রেম।
তোমার বুকের শাপলা ফুল,
এখনও শুভ্র হয়ে ফোটে।
তোমার বুকে বয়ে চলে,
এখনও হাঁস ছলাৎ ছলাৎ করে।
শামুক, ঝিনুক আর বড়-ছোট মাছ।
এখনও তোমার গর্ভে উৎসব করে।
খুবই ছোটবেলায় ডাকাতিয়ার তীরে বড় হয়েছে। এ কারণেই ডাকাতিয়া নদী আমার সবচেয়ে প্রিয় নদী। এই নদী এতটাই মোহনীয় যে আমাকে সব সময় কাছে টানে। ডাকাতিয়া আমার যতটা কাছে, মেঘনা ততটা কাছে নয়। কিন্তু আমাদের চাঁদপুর জেলা মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত। তাই মেঘনা আমার দ্বিতীয় প্রিয় নদী। মেঘনার বিশালত্ব, স্রোত, গভীরতা; সবই সর্বজন বিধিত। মানুষ পদ্মা নদীকে ভাঙ্গনের জন্য যতটুকু দোষারোপ করে, মেঘনা নদী তার চেয়েও বড় দোষী, সেই হিসেবে। নদী কখনো কখনো আমাদের মা। আমাদের জীবিকার ব্যবস্থা করে। কিন্তু কখনো কখনো সেটা হয়ে যায় ভিলেন। আমাদের সবকিছু কেড়ে নেয়।


আজকে আপনি সুন্দর কিছু কবিতা লিখেছেন। আপনার একগুচ্ছ কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে নদী নিয়ে এত চমৎকার কিছু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।