চাঁদ নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, চাঁদ।


crescent-4875339_1280.jpg


চাঁদ মামা
চাঁদ মামা, চাঁদ মামা,
ছোট থেকে ডাকি।
চাঁদ মামা, চাঁদ মামা,
কভু দাওনি তো ফাঁকি।
চাঁদ মামা, চাঁদ মামা,
মেঘের আড়ালে উঁকিঝুঁকি,
চাঁদ মামা, চাঁদ মামা,
খোকার আঁকিবুঁকি।

তুমি যখন তুলনা
সবাই হতে চায় চাঁদের মতো,
উজ্জ্বল, নিখুঁত, মনোরম।
সবাই কেবল চায় রূপ-সুধা,
চাঁদের চরিত্রে তাদের মনোযোগ কম।

জোয়ার-ভাটা
ও চাঁদ, তুমি ধরে রেখেছো
পৃথিবীর প্রাণ,
ও চাঁদ, তুমি আনো জোয়ার-ভাটা,
সমুদ্র-গর্ভে চৌম্বকের টান।
ও চাঁদ, আমরা বলি আর না বলি,
তোমার অবদান অম্লান।

কে সুন্দর?
ও চাঁদ, তুমি কি জানো?
সবাই বলে তুমি সুন্দর।
আমি বলি, না।
তোমার চেয়ে বেশি সুন্দর,
আমার প্রিয়তমা।
তা তুমি জানো না।

আমরা সকলেই চাঁদের সৌন্দর্য সম্পর্কে অবগত। চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর কিছু ঘটনার উপর রয়েছে চাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। তবে যাদের সবচেয়ে বড় ব্যবহার সম্ভবত কবি লেখকদের উপমায় ব্যবহৃত হয়। চাঁদকে আমরা সৌন্দর্যের প্রতিক হিসেবে মানি। এ কারণে পৃথিবীতে যাবতীয় যত সুন্দর জিনিস রয়েছে সব কিছুর সাথেই চাঁদের তুলনা হয়। বিশেষ করে প্রেমিক পুরুষ চাঁদের সাথে তার প্রেমিকার তুলনা দেন। আমি নিজেও এই চর্চা থেকে দূরে নই। যাই হোক চাঁদ নিয়ে আমার লেখা কবিতা এ পর্যন্তই।


Banner_PUSS1.png

First_Memecoin_From_Steemit_Platform.png