স্কুল জীবন নিয়ে একগুচ্ছ কবিতা।
আসালামুআলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, স্কুল জীবন।

মনেপড়ে সেদিনের কথা,
প্রথম গিয়েছিলাম স্কুল।
বাবার হাত ধরে গিয়েছিলাম সেথায়,
নতুন কিছু ভেবে হয়েছিলাম ব্যাকুল।
সেই থেকে শুরু হয়েছিল স্কুল জীবন।
মজার, আনন্দের, ভয়ের আর আকাঙ্ক্ষার।
দীর্ঘ সেই অতীতের কথা মনেপড়ে,
বুক তোলপাড় করে হয় হাহাকার।
বোরিং ক্লাস ভালো লাগেনা,
ভালো লাগতো খেলতে গোল্লাছুট।
টিফিন দিলেই মাঠে যেতাম,
খেলতাম আমর গোল্লাছুট।
আবু তাহের স্যার কড়া ভীষণ,
এদিক সেদিক হলেই দিতো মার।
তার ভয়ে সব তটস্থ থাকতাম,
তিনি আমাদের আবু তাহের স্যার।
বার্ষিক পরীক্ষা এলেই,
হয়ে যেতাম সিরিয়াস।
বাংলা, গণিত, ইংরেজি,
বিজ্ঞান আর ইতিহাস।
স্কুল জীবন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। আমদের পিতা-মাতা সুলভ শিক্ষকরা আমাদেরকে পরম মমতায় নিজেদেরকে গড়ার কারিগর বানাতেন। কিন্তু ছোট মন বইয়ের পাতায়, লেখার খাতায় আটকে থাকতে চাইতো না। মন চাইতো খেলাধুলা করতে। ঘুরতে। সবকিছু মিলিয়ে স্কুল জীবন হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর অতীত। সবচেয়ে স্মৃতিকাতর অতীত।
