শীতে নিয়ে রম্য কবিতা - গোসলের রেকর্ড

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। শীত পুরোপুরি চলে এসেছে। শীতকালে ঘটে অনেক মজার কিছু ঘটনা। তেমনই একটি সত্য ঘটনা এটা নিয়ে আজ আপনাদের সাথে একটি রম্য কবিতা শেয়ার করছি।


freeze-7497341_1280.jpg

Image by Rosy / Bad Homburg / Germany from Pixabay

গোসলের রেকর্ড
মাইলস্টোন কলেজ, ব্যাচ ২০১১,
সাইন্স ফ্যাকাল্টি।
ওসমানী হলে
আমরা মেরেছি ঘাপটি।

দিন গেল, মাস গেল
এলো শীতকাল।
ট্যাপের পানি ঠান্ডা ভীষণ,
গোসলে গেলে মারে ফাল।

রুমে রুমে শুরু হলো
গোসল না করার ঢল।
এই শীতে কেউ ধরে না
পানি হোক আর জল।

পাশের রুমের রাকিব
২৮ দিন গোসল করে না।
রেকর্ড করতে চাইছে সে,
যেন তা আর ভাঙ্গে না।

ফাহিম সেই রেকর্ডের দিকে
চোখ রাঙিয়েছে।
সে যেন তা ভাঙতে না পারে
তাই রাকিব আমাদের টাকা খাইয়েছে।

দলবেঁধে আমরা ফাহিমকে
গোসল করালাম।
সেই শীতে তার সর্দি হল
বিধি হল বাম।

কানে ধরেছি সবাই
আর এমন করবো না।
রাকিবের রেকর্ড অবশ্য
ভাঙ্গা হলো না।

এটি একটি বাস্তব ঘটনা এবং সত্য ঘটনা। এমনকি নামগুলোও আমি পরিবর্তন করিনি। এটি বেশ মজার একটি ঘটনা ছিল। কলেজ লাইফের জীবনের আনন্দকর মুহূর্তগুলোর মধ্যে ছিল এটি একটি। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে।


PUSSFi_NFT22.png