রাত নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে রাত।


dubai-1767540_1280.jpg

Image by Nikhil Kurian from Pixabay

রাতের মহিমা
সূর্য যখন ঘুমিয়ে যায়,
রাতের হয় শুরু।
পাখিরা সব নীড়ে ফিরে,
ধ্যানে বসে গুরু।

শান্ত ধরা, শান্ত প্রকৃতি
শান্ত থাকে সবাই।
রাতের মহিমা বড়ই বেশি,
সবাই মিলে ঘুমাই।

কুকুরের ডাক
রাত জেগে কুকুর ডাকে,
হাক ছাড়ে ক্ষণেক্ষণে।
গভীর তার ডাক শুনে,
প্রশ্ন জাগে মনে,
"এই বুঝি কেউ এলো?
কিছু কি নিয়ে গেল?"

পূর্ণিমা রাত
চাঁদের আলোয় ঊজ্বল চারদিক,
চাঁদের আলোয় সব দেখি।
ডানা ঝাপটায় দূরে কোথাও,
কোন রাত জাগা এক পাখি।

নির্ঘুম রাত
রাত কাটে নির্ঘুম,
প্রেমিকের আর প্রেমিকার।
চিন্তায় ঘুম আসেনা,
ঋণ আছে যার।

নির্ঘুম রাত কাটায়,
যে থাকে পাহারায়।
কেউ কেউ সব হারায়,
যদি অসাধুর খপ্পরে পড়ে যায়।

রাতের চিত্র আমাদের সবার কাছে ভিন্ন রকম। একেকজন রাতকে একেক ভাবে দেখে। একেকজন রাত একেক ভাবে কাটায়। কেউ ঘুমায়, কেউ জাগে। রাত যেন কারও কাছে খুবই রহস্যময়।


banner-abbVD.png
...
Banner_PUSS1.png