ঋতু নিয়ে একগুচ্ছ কবিতা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে কয়েকটি গুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে ঋতু।

গ্রীষ্ম কালে কড়া রোদ,
তীব্র গরম হায়রে।
পুকুরে নেমে বসে থাকি,
যদি গরম যায়রে।
রসালো এই ঋতুতে,
আসে কত ফল।
হাত চুবিয়ে, নাক ডুবিয়ে,
দেখ সবাই খায়রে।

বর্ষা এলো বৃষ্টি নিয়ে,
চারদিকে থই থই,
মাছে ভরপুর খাল-বিল,
পুটি, টাকি আর কই।

নীল আকাশে সাদা মেঘের,
পালে আসে শরৎ,
কাশফুলের ওই সাদার মায়ায়,
দেখায় কত কসরৎ।

হেমন্ত এলো বলে,
গরম গেল চলে,
ঘরে এলো নতুন চাল,
পেঁকে গেল গাছের তাল।

ভোরের কুয়াশায় যায় না দেখা,
খেজুর গাছে বাঁধা থাকে মাটির হাড়ি,
টপটপিয়ে পড়ে রস, স্বাদে মিষ্টি,
শহুরে বাবুরা আসে চড়ে বড় গাড়ি।
পিঠা-পুলির সময় শীত,
মিষ্টি আর সুস্বাদু।
খেতে বসে গল্প করে,
আমাদের বড় দাদু।

ঋতুরাজ বসন্ত
চারদিকে রঙ্গিণ।
ফুলে ফুলে ভরপুর
পাখিদের কলতান।
মুখরিত সব কিছু,
অন্য এক টান।

বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ।।পৃথিবীর আর কোন দেশে এমন ঋতু বৈচিত্র দেখা যায়না যা আমাদের দেশে আছে। প্রতিটি ঋতুরই রয়েছে নিজস্ব রূপ, নিজস্ব পরিচয়। নিজেকে অন্যদের চেয়ে আলাদা এবং আলাদা ভাবে বিশেষায়িত করার এক অপরূপ চরিত্র।

অনেক সুন্দর টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আশা করি এরকম অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
জেনে ভালো লাগলো যে আমার কবিতাগুলো আপনার ভালো লেগেছে। ধন্যবাদ, আপু।
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।
শুনে খুশি হলাম ভাই যে আমার কবিতা আপনার ভালো লেগেছে। ধন্যবাদ।
প্রত্যেকটা ঋতুর ঐ নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে এবং নিজস্ব সেই বৈশিষ্ট্যের জন্যই সেই ঋতু সবার কাছে পরিচিত। ঋতু সম্পর্কিত আপনার লেখা অনু কবিতা গুলি পড়ে খুবই ভালো লাগলো ভাই। চমৎকার অনু কবিতা গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই। জেনে ভালো লাগলো। হ্যাঁ, সব ঋতুরই আলাদা গুণ আছে। ❤️
আপনার ইপুশ ব্যালেন্স প্রায় শেষ হওয়ার পথে, দ্রুত রিচার্জ করার অনুরোধ করা হলো।
আচ্ছা ভাই। ❤️
রিচার্জ করেছি ভাই।