শীতকালীন সবজি নিয়ে গুচ্ছ কবিতা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে কিছু গুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, শীতকালীন সবজি।

জানি না কেন যেন,
বহু মানুষ খায়না।
মুলার গুণাগুণ,
তারা বোধহয় জানেনা।
ফাইবারে ভরপুর,
হজমে করে সাহায্য।
সবজি, সালাদ সবই হয়,
শীত হলো তার নিজ রাজ্য।
লাল শাক, লাল শাক,
দেখতে ভারী চমৎকার।
লাল শাক, লাল শাক,
সবুজ মাঠে রঙের বাহার।
লাল শাক খেতে মজা
অনেক বেশি পুষ্টিগুণ,
লাল শাক খেয়ে দেখো,
রঙ হয়ে রক্তের মত খুণ।
টমেটো, টমেটো,
লাল টমেটো,
সবুজ টমেটো,
সবজির টমেটো,
সালাদের টমেটো,
শীত মানেই টমেটো।
শীত মানেই টমেটো।
লাউ, ও লাউ,
তুমি স্বাদের লাউ।
তোমায় নিয়ে গান লিখেছে।
তোমায় নিয়ে গল্প।
ও লাউ, ও লাউ,
কত পানি ধরে
তোমার উদরে?
লাউ, ও লাউ,
মাচায় ঝুলে থাকো তুমি,
মাটি থেকে উপরে।
আমাদের দেশে শীতকাল মানেই শাক, সবজি আর পিঠাপুলির সময়। শীত মানেই বাজারে সয়লাব হয় প্রিয় প্রিয় সব সবজি আর শাক। এসব শাক, সবজি যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ, তেমনি স্বাদেও অনন্য। প্রতিটি সবজি, শাক, একে অন্যের চেয়ে আলাদা, অন্যের চেয়ে ভিন্ন।
