দাদার জন্মদিন উপলক্ষে একটি কবিতা।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, প্রিয় RME দাদার জন্মদিন। আমার এতটা ক্রিয়েটিভিটি নেই যে একটা চিত্র কিংবা ক্লে দিয়ে কিছু একটা তৈরি করবো। তবে, আমার কবিতা লিখতে ভালো লাগে। আমি তাই উনাকে নিয়ে একটা কবিতা শেয়ার করছি।


dadad.png

শুভেচ্ছা, প্রিয় দাদা
কোটি বছরের এই পৃথিবী।
তার চেয়ে বেশি ছিলো মানুষ।
কতজনকে আমরা মনে রেখেছি?
কতজনকে আমরা ভালোবেসেছি?
কতজনকে মনে করেছি আমাদের পথিকৃৎ?

কত জন স্বপ্ন দেখেছে।
কত জন পূরণও করেছে।
কেউ কেউ পরাজিত হয়েছে।
যারা বিজয়ী, তারা চির অম্লান।
ভবিষ্যৎ প্রজন্ম নিবে তাদের ঘ্রাণ।

তারা চির অক্ষয়, চির অম্লান।
যতদিন রবে ধরা, ততদিন তারা রবে সুমহান।
আমাদের তরে তারা নিবেদন করেছে প্রাণ।
তারা হতে চায়নি অসীম ক্ষমতাবান।
তারা জানিয়েছে শিল্পের আহ্বান।

তেমনই এক সুপুরুষকে চিনেছি আমি,
যিনি স্বপ্ন দেখেছেন ভাষাকে নিয়ে,
যিনি পণ করেছেন, বাংলাভাষীকে এগিয়ে নেয়ার,
তিনি চেয়েছেন বাংলাভাষীদের যেতে এগিয়ে।

আজ সেই স্বপ্নালু নাবিকের জন্মদিন,
তার জীবন কাটুক বিমর্ষহীণ।
তার গৃহে বাজুক সর্বদা সুখের বীণ।
তার জীবন যেন হয় সদা রঙিন।

আমাদের সকলের প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে এই ছিল উনাকে নিয়ে আমার লেখা কবিতা। আসলে উনাকে নিয়ে যতই লিখব ততই কম হয়ে যাবে। উনাকে নিয়ে হাজার হাজার কবিতা লেখা সম্ভব।


banner-abbVD.png
...
First_Memecoin_From_Steemit_Platform.png