কবিতা - সময়ের পরিবর্তন
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সময়। অর্থাৎ সময়ের ব্যবধানে আমাদের চারপাশের কি কি পরিবর্তন ঘটেছে তা নিয়ে আমার এই কবিতা।

একদা এ পথ ছিলো কাঁচা মাটির।
বর্ষায় সিক্ত হতো জমাট কাঁদায়।
দু'ধারে ছিলো সারি সারি সুপারি গাছ।
তপ্ত দুপুরেও তা আবৃত থাকতো ছায়ায়।
আজ সে পথে হয়ে গেছে কংক্রিটের।
পাথরের উপর বিটুমেনের প্রলেপ।
গাছগুলোও আজ হারিয়ে গেছে কোথাও,
স্মৃতিরা আজ করে শুধু আক্ষেপ।
এক সময় এই নদীতে স্রোত ছিলো,
ছিলো বৈঠা বাওয়া নৌকার আনাগোনা।
হাঁস গাঙচিল, আর বকেরা করত খেলা।
নদীর বাঁক দিয়ে হতো জানাশোনা।
আজ সে নদী মৃত প্রায়,
প্রবাহমান জলের বড্ড অভাব।
কচুরিপানায় সয়লাব চারদিকে,
নদীর আজ নেই কোন প্রভাব।
একদা বিলে বিলে চাষ হতো ধানের,
সরিষা, গম, আলু আর সবজির।
আউশ, আমন রোপনের মৌসুম।
মাঠের সাথে কৃষকের সম্পর্ক ছিলো গভীর।
আজ সেই বিল আর নেই কোথাও,
ফসলের মাঠে উঠেছে দালানকোঠা।
প্রকৃতি আজ নিরবে নিবৃতে কাঁদে,
দূর্যোগের মাধ্যমে আমাদের দেয় খোটা।
সময় প্রবাহমান। প্রতিটি সময় অতিবাহিত হয় আমরাও এর সাথে সাথে পাই নতুন নতুন প্রযুক্তি। এ সকল প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু কখনো কখনো মনে হয় প্রযুক্তির উৎকর্ষতায় আমরা ভুলে গেছি প্রকৃতিকে। আমরা ভুলে গেছি আমাদের বেচে থাকার মূল অবলম্বন হচ্ছে প্রকৃতি, প্রযুক্তি নয়। যার কারনে আমরা দিন দিন প্রকৃতিকে নিজ হাতে খুন করছি। প্রকৃতি অবশ্যই এর প্রতিশোধ নেবে। খুবই ভয়ানক প্রতিশোধ।