"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে ঘুম থেকে উঠে পড়লাম এবং ভাবলাম যে আপনাদের মাঝে কি ধরনের পোস্ট শেয়ার করা যায়৷ সেটি দেখার জন্য প্রথমেই আমাদের কমিউনিটিতে চলে গেলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছেন৷ সবার একের পর এক পোস্ট গুলো দেখার চেষ্টা করলাম। সবার সুন্দর পোস্টগুলো আমি দেখার পর অনেকটাই অনুপ্রাণিত হয়ে গেলাম৷ এর পরবর্তীতে আমি আমার পোস্টগুলো দেখে নিলাম৷ সেই পোস্টগুলো দেখার পরে ভাবলাম যে আজকে আপনাদের মাঝে অনু কবিতা পোস্ট শেয়ার করা যায়৷ তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ ভাবলাম যে সবসময়ের মতো আজকেও আপনাদের মাঝে যেন সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করতে পারি।
তাই আমি আজকে আবারো আমার অনু কবিতা লেখার জন্য বসে পড়লাম৷ একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ সবগুলো অনু কবিতা লিখে নেওয়ার পরে এর যে বানানগুলো ছিল সেগুলো ঠিক করে নিলাম৷ এদেরকে বরাবর বসিয়ে দিয়ে আজকে আপনাদের মাঝে এটি শেয়ার করে দিলাম৷ আশা করি আজকের যে অনু কবিতা গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ এখানে অনু কবিতা গুলোর মধ্যে আমি যেভাবে আমার অনুভূতিগুলো এবং সবকিছু শেয়ার করেছি তখন এখান থেকে আপনারা ভালো কিছুই জানতে পারবেন বলে আমি মনে করি৷ সব সময়ের মতো আপনারা আজকের আমার এই অনু কবিতা গুলোর মধ্যেও আপনাদের মতামত শেয়ার করবেন বলে আমি মনে করি৷ তাহলে চলুন অনু কবিতাগুলো দেখে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তুমি আমার মনের গহীনের আলো।
যত দেখি লাগে তোমায় ভালো।
তুমি নির্ঘুম রাতের জোনাকির আলো।
তুমি ছাড়া কোন কিছু লাগেনা ভালো।
অনু কবিতা-২
আমি তোমাতে হই বিলীন।
তুমি থাকো হৃদয়ে হয়ে অমলিন।
তোমার তরে আমার যত সাধনা।
তুমিহীন মরি আমি যন্ত্রণায়।
অনু কবিতা-৩
আজও একরাশ দুঃখ ঘিরে রাখে আমায়।
কেন এলে কেন গেলে তার হিসেব না পাই। তবু মনের অগোচরে তোমার ছায়া।
তবু আমার জীবনে তুমি একমাত্র মায়া।
অনু কবিতা-৪
আমি সীমাহীন দুঃখের,বোঝা বয়ে বেড়াই। আমার ক্লান্ত সময় হয়ে যায় পার।
আমি হতাশায় কাটাই রাত,
আমি ছন্নছাড়া এক পাহাড়।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | অনু কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹







আজকে আপনি ভিন্ন অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আর এক একটা অনু কবিতা হচ্ছে এক একটা গল্প। সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখে শেয়ার করেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে দারুন দারুন অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।দুই নাম্বার অনু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/bijoy1__2024_SB/status/1987687237413441924?t=YRJHHTQmWHs9Uo93wS0LUw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1987511919289438475?t=S2XjQd9uJjzyuomQz77sGQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1987511479554482557?t=-df4E571YtThOh9CJUr3sg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1987511475590824010?t=YsO2pwNq8xgf_o_hQY31VQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1987511142194053433?t=gydR-MsX5by4vb-TmWvVzQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1987511131368509798?t=Lt7ioeg2pNoRxplSoWP4IA&s=19