"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রথমে আমাদের কমিউনিটিতে চলে গেলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর পোস্ট গুলো আমি দেখার চেষ্টা করলাম৷ একের পর এক সবাই যেভাবে এত সুন্দর পোস্ট শেয়ার করেছে আমি ভাবলাম যে আজকে আপনাদের মাঝে আমিও যেন সুন্দর একটা পোস্ট শেয়ার করতে পারি৷ তাই আমি আমার পোস্টগুলো দেখে নিলাম৷ সেখানে দেখলাম যে অনেকগুলো পোস্ট শেয়ার করা হয়ে গিয়েছে৷ তবে এখনো পর্যন্ত অনু কবিতা পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আমি ভাবলাম যে আজকে আপনাদের মাঝে অনু কবিতা পোস্ট শেয়ার করা যাক৷ তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।
এরপর আমি আমার একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ এই অনু কবিতা গুলো লিখে নেওয়ার পরে যে বানান রয়েছে সেটি ঠিক করে নিলাম৷ এর সবকিছু ঠিক করে নেওয়ার পরে আজকে আপনাদের মাঝে এটি শেয়ার করে দিলাম৷ এখানে যখন আমি আমার অনু কবিতা গুলো শেয়ার করেছি তখন এখানে সব সময় এর মত আপনারা আজকেও মন্তব্য শেয়ার করবেন বলে আমি মনে করি৷ সব সময় আপনারা যে সকল মন্তব্যগুলো শেয়ার করে থাকেন সেগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে৷ যার ফলে আজকেও আমি চেষ্টা করলাম যে সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার৷ তাহলে চলুন অনু কবিতা গুলো দেখে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আজও তোমার অপেক্ষায় আমি,
আজও দিশাহীন পথে হেটে চলা।
আজও হতাশার দেয়াল নিকটে,
আজও যেন আমি আত্মভোলা।
অনু কবিতা-২
আমি এক পাহাড়ের মত,
যার নেই কোন অনুভূতি।
আমি পাতালের মতো গভীর,
যার নেই কোন দিক দিগন্ত।
অনু কবিতা-৩
তোমাতে আমার যে কত মিল,
আজও পারিনি তা তোমায় বোঝাতে,
তুমি রয়েছো মনের মনিকৌঠায়,
তোমাতেই আমি হই আজও বিলীন।
অনু কবিতা-৪
আমার অনুভূতির দেয়ালে আছো তুমি,
আমার নীল আকাশের হাতছানি তুমি।
তুমি আমার আমাবর্ষার আলো,
তুমি ছাড়া কোন কিছু লাগে না যে ভালো।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | অনু কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹







https://x.com/bijoy1__2024_SB/status/1997842651857760608?t=DNhPbpHoGXw8s-hDM0nQzw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997680207214621073?t=WOfNorwH-V_V_WdCBhT2qw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997679603243159605?t=kKtMIpqmdRsTmWYexmhHbQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997679259209568664?t=a-QWa01wazY9EZAlHho7Ow&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997680207214621073?t=WOfNorwH-V_V_WdCBhT2qw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997679603243159605?t=kKtMIpqmdRsTmWYexmhHbQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1997679259209568664?t=a-QWa01wazY9EZAlHho7Ow&s=19
ওয়াও দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনি কিন্তু সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর অনু কবিতা হচ্ছে এক একটা গল্প। ধন্যবাদ সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।