কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"আজব মানুষ "

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

ai-generated-8130375_1280.jpg

source

চারদিকটা যেন এখন কেমন হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের কোন রকমের মায়া দয়া বলতে কিছুই নেই। মানুষ কেবল এখন নিজেকে নিয়েই ব্যস্ত। কেমন করে নিজে টাকার কুমির হবে, কেমন করে অন্য কে ঠকাবে সেই চিন্তায় মানুষ এখন বিভোর হযে যাচ্ছে। চারদিকের কারও দিকে তার কোন দৃষ্টি নেই। নিজের স্বার্থের জন্য মানুষ এখন আপন পর সব কিছুই ভুলে গেছে। কিন্তু সত্যি বলতে এত এত সম্পত্তি দিয়ে কি হবে? মানুষের বেচেঁ থাকার জন্য কত সম্পত্তি দরকার? আর মানুষের এমন সব আচরণ নিয়েই আমার আজকের কবিতা।

স্ব-রচিত কবিতা
"আজব মানুষ ... "

লেখা- কাউসার আহমেদ

ভাবছো মানুষ তুমি হলে
সবার থেকে সেরা,
তাই বলে তো তুমি কাউকে
করো না পরওয়া।।

উড়ছো তুমি ডানা মেলে,
সুখের স্বর্গ তৈরি করে,
টাকা পয়সা আর ধন সম্পত্তি,
সবই তোমার কারি কারি।।

টাকার পাহাড় গড়তে গিয়ে,
আপন পর ভুলেই গেলে,
অন্যের হক মেরে দিয়ে,
কেমন করে সুখী হলে?

অসময়ের বন্ধু ভুলে,
কালো চশমা চোখে পড়ে,
যাদের তুমি করছো হেয়,
একদিন বুঝবে তাদের কদর।।

আশা করি আমার আজকের প্রথম বার লেখা কবিতাটি আপনাদের কাছে দারুন লেগেছে। আজ এখানেই রাখছি।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

জীবনের (1).png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️