কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"আমি হলাম চিরসুখী "
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকমের। কারও মতো কেউ নয়। তাই মানুষের ভিতরের দুঃখগুলো কেউ বুঝতে পারে না। বুঝতে পারে না তার চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোর ভিতরে কি পরিমান কষ্ট আর বেদনা নিয়ে সারাক্ষন অন্যকে আনন্দ বিলিয়ে দেয়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের কে দেখে আমাদের মনে হয় মানুষটি বেশ সুখী। আর সেই মানুষটিও বেশ হাসিখুশি থেকে তার মূল্যবান সময়টুকু বিলিয়ে দেয় অন্য মানুষের জন্য। মানুষের সুখের জন্য কেউ কেউ হয়ে উঠে একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা। কিন্তু দিন শেষে যখন চারদিকে অন্ধকার নেমে আসে এমন মানুষগুলো তার নিজের কষ্ট আর দুঃখগুলোকে চোখের জলে বালিশে ঝড়িয়ে দেয়। ঝড়িয়ে দেয় মনের কষ্টগুলোকে। যা হয়তো পৃথিবীর কেউ কখনও দেখে না। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।
মনের ভিতর চলছে কি,
মানুষ দেখে বুঝবে কি,
সবাই ভাবে আমি সুখী,
জীবন আমার চির দুঃখী।।
হাসিখুশি মুখটি নিয়ে,
সারাটিক্ষন থাকি মেতে,
দুঃখ গুলো লুকিয়ে রেখে
সুখ বিলিয়ে দেই সবার মাঝে।।
আমি যে ভাই মানুষ এমন,
নিজের দুঃখের নেই না খবর,
বুকের মাঝে কষ্ট পুষে,
ঘুরে বেড়াই সবার মাঝে।।
রাতের আধাঁর যখন নামে,
মুখটি লুকাই কোল বালিশে,
চোখের জলে ভিজিয়ে বালিশ,
খোদার কাছে করি নালিশ।।
দুঃখ আমার জীবন সাথী,
তাকেঁই নিয়েই বেচেঁ থাকি,
সবাই জানে আমি সুখী,
তাই তো অভিনেত্রী ।।
আশা করি আমার আজকের প্রথম বার লেখা কবিতাটি আপনাদের কাছে দারুন লেগেছে। আজ এখানেই রাখছি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.png)
