কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " বন্ধনের আলো.. '' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

এই কবিতাটি বন্ধুত্বের গভীর অনুভূতি ও মানবিক মূল্যবোধকে সহজ ভাষায় তুলে ধরে। এখানে বন্ধু মানে শুধু পরিচিত মানুষ নয়, বন্ধু মানে মনের আশ্রয়, বিশ্বাসের জায়গা ও জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। কবিতায় বলা হয়েছে যে বন্ধুত্ব হৃদয়ের ভেতরে গড়ে ওঠা এক অদৃশ্য বন্ধন, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। জীবনের অনেক না বলা কথা আছে যা শুধু বন্ধুর কাছেই বলা যায়। গভীর রাতের অন্ধকারেও বন্ধু আলো হয়ে পাশে দাঁড়ায় এবং একাকীত্ব দূর করে। কবিতাটি বোঝায় যে টাকা পয়সা গাড়ি বাড়ির চেয়েও সত্যিকারের বন্ধু অনেক বেশি মূল্যবান। সম্পদের অভাব মানুষকে কষ্ট দিতে পারে কিন্তু ভালো বন্ধু থাকলে সেই কষ্ট সহজ হয়ে যায়। বিপদ আপদ ও দুঃখের সময়ে যে মানুষটি সবার আগে পাশে এসে দাঁড়ায় সেই মানুষটিই আসল বন্ধু। কবিতায় বন্ধুর এমন গুণের কথা বলা হয়েছে যে সে নিজের সুখ ভুলে বন্ধুর দুঃখ ভাগ করে নেয়। বন্ধুর কষ্ট কমানোর জন্য সে নিজের আরাম ত্যাগ করতেও দ্বিধা করে না। এই নিঃস্বার্থ ভালোবাসাই বন্ধুত্বকে মহান করে তোলে। কবিতাটি আমাদের শেখায় যে জীবনে যদি এমন একজন বন্ধু পাওয়া যায় তবে জীবন সত্যিই ধন্য হয়ে ওঠে। সুখ ও দুঃখ দুই সময়েই বন্ধু বুকের ভেতর থেকে শক্তি জোগায়। এই বন্ধুত্ব মানুষকে সাহসী করে, ভরসা দেয় এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। কবিতার প্রতিটি ভাব আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধুত্ব মানে দায়িত্ব, সহানুভূতি ও ভালোবাসার এক সুন্দর সম্পর্ক যা জীবনের পথে চলার সময় সবচেয়ে বড় সম্বল হয়ে থাকে।
বন্ধু হলো প্রাণের বাধঁন,
মায়ায় ভরা অন্য ভবন,
হৃদয় মাঝে থাকে সে জন,
দুটি মনের গভীর বন্ধন।।
মনের অনেক গভীর কথা,
বন্ধু ছাড়া যায় না ভাবা,
রাতের আধাঁর হয় যে আলো,
বন্ধু যখন থাকে পাশে।।
টাকা পয়সা গাড়ী বাড়ী,
বন্ধু হলো তার চেয়ে দামী,
মনের মত বন্ধু পেলে,
পৃথিবীতে আর কি লাগে?
বিপদ আপদ দুঃখ এলে,
সবার আগে বন্ধু বোঝে,
সত্যিকারের বন্ধু পেলে,
দুঃখ তখন সুখ যে লাগে।।
নিজের সুখের কথা ভুলে,
বন্ধুর দুঃখে পাশে থেকে,
বিপদ গুলো দূরে ঠেলে,
সুখ কিনে দেয় বন্ধুর জন্যে।।
এমন মহান বন্ধু হলে,
জীবন তখন ধন্য হবে,
বন্ধু রবে বুকের মাঝে,
সুখে দুখের সাথী হয়ে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



