কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " নীরব ভালোবাসা.. '' || Original Poetry by @maksudakawsar||

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

bird-8788491_1280.jpg

Source

নীরব ভালোবাসার রঙ হলো এমন এক অনুভূতির গল্প, যেখানে প্রেম শুধু কথায় নয়, বরং হৃদয়ের নীরব স্পন্দনে বেঁচে থাকে। এই কবিতাগুলোর প্রতিটি স্তবক প্রেমের ভিন্ন ভিন্ন রূপকে ধারণ করেছে কখনো তা চোখের ভাষায়, কখনো অপেক্ষার গভীরতায়, কখনো কষ্টের ভেতর দিয়ে নতুন করে জেগে ওঠা বিশ্বাসে। ভালোবাসাকে তুলনা করা হয়েছে এমন এক রঙের সঙ্গে, যা কোনো ক্যানভাসে আঁকা যায় না। এখানে প্রেমকে দেখা গেছে আত্মার মিলনের মতো দূরে থেকেও হৃদয়ের সংযোগ অটুট থাকে। দ্বিতীয় কবিতায় চাঁদের আলোয় এক অপেক্ষার কাহিনি ফুটে উঠেছে; যেখানে স্মৃতি ও আশা মিলেমিশে তৈরি করেছে নীরব ভালোবাসার সুর। জীবনের কষ্ট ও আনন্দের সহাবস্থান রয়েছে। সেখানে বোঝানো হয়েছে, সুখ মানে ফুলের বাগান নয় বরং সেই মানুষটি, যে ঝড়ের সময়ও পাশে থাকে। চতুর্থ কবিতায় হারানোর মধ্যেও প্রেমের স্থায়িত্বের কথা বলা হয়েছে। প্রিয়জন দূরে থাকলেও, তার উপস্থিতি মনের গভীরে অঙ্কিত হয়ে থাকে।

স্ব-রচিত কবিতা
" নীরব ভালোবাসা"

লেখা- মাকসুদা কাউসার

তোমার চোখে দেখি যে রঙ,
ক্যানভাসে কেন পাই না?
হৃদয়ের গল্প গুলো
ভাষায় প্রকাশ করা যায় না।।

চাঁদের নিচে বসে আমি,
ভাবি তোমার কথা,
নীরবতায় জমে আছে,
ভালোবাসার শত কথা।।

ভালোবাসা মানে শুধু,
হাত মেলানো নয়,
দূর থেকে যে ভালোবাসা,
সেটাই সত্য হয়।।।

ঝড়ে ভেজা বিকেলবেলায়,
তুমি আসো মনে,
অমলিন সে ভালোবাসা,
রয়ে যায় গোপনে।।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️