একগুচ্ছ অনু কবিতা-“নীরব অনুভূতি” || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
এই অনুকবিতাগুলো একসঙ্গে মিলিয়ে জীবনের গভীর, নীরব ও সত্য অনুভূতিগুলোর একটি স্বচ্ছ প্রতিচ্ছবি তুলে ধরে। ভোরের আলো যেমন প্রতিদিন নতুন করে স্বপ্নকে ছুঁয়ে যায়, তেমনি মানুষের ভেতরেও প্রতিটি সকাল আশা জাগিয়ে তোলে, যদিও পথ ভাঙা আর কাঁটায় ভরা। কবিতাগুলো দেখায়, জীবন কখনোই শুধু সহজ নয়, তবু থেমে থাকার কোনো সুযোগ নেই—চলার মধ্যেই লুকিয়ে থাকে বেঁচে থাকার অর্থ। বাহ্যিক হাসি আর স্বাভাবিক আচরণের আড়ালে জমে থাকা ব্যথা, না বলা কষ্ট ও নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো এখানে খুব মানবিকভাবে ফুটে উঠেছে। সময় মানুষকে বারবার ভাঙে, আবার সেই ভাঙনের মধ্য দিয়েই মানুষ নিজেকে নতুন করে চিনে নিতে শেখে—হার ও জয়ের প্রকৃত মানে বোঝে। স্মৃতি এখানে একদিকে ভালোবাসার নরম আশ্রয়, অন্যদিকে চাপা কষ্টের ভার, যা চোখের কোণে জমে থাকা অশ্রুর ভেতর দিয়ে আলো হয়ে বেরিয়ে আসে। কাঁদতে কাঁদতেই শক্ত হয়ে ওঠার এক ধরনের মৃদু স্বীকারোক্তি আছে এই কবিতাগুলোর ভেতরে। জীবনকে নদীর সঙ্গে তুলনা করে বলা হয়েছে, কখনো শান্ত ঘাটে বিশ্রাম, কখনো ঝড়ের মুখোমুখি হওয়াই তার স্বাভাবিক নিয়ম; সাহস করে গভীরে নামলেই ভয় ভেঙে মুক্তার দেখা মেলে। নীল আকাশ আর মেঘের খেলার মতোই মানুষের মনও কখনো স্থির, কখনো অস্থির—সব অনুভূতি মুখে বলা যায় না, অনেক কথা নীরবতার মাঝেই বেঁচে থাকে। সামগ্রিকভাবে এই অনুকবিতাগুলো আশা, কষ্ট, স্মৃতি, সাহস ও আত্মঅন্বেষণের এক আন্তরিক যাত্রা, যেখানে নীরবতার মধ্যেও আলো জ্বলে থাকে এবং সাধারণ জীবনের ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ শক্তি।

ভোরের আলো প্রতিদিনই
স্বপ্নগুলো ছুঁয়ে যায়,
নীরব মনের কোণে আমার,
আশার প্রদীপ জ্বালায়।।
ভাঙা পথেও ফুল ফোটে,
কাঁটার ভেতর প্রাণ,
জীবন মানে থামা নয়,
চলারই আরেক নাম।
(২)
চুপচাপ থাকি বসে,
কথা বলি হাসি মুখে,
আড়ালে ভাই শত ব্যাথা,
যায় তা কাউকে বলা।।
সময় এসে শেখায় আমায়
হার আর জয়ের মানে,
ভাঙতে ভাঙতেই মানুষ আজ,
নিজেকেই চিনে বারে বারে।।
(৩)
মনের মাঝে কত স্মৃতি,
প্রিয় তোমার জন্য,
কত না বলা কথাগুলো,
নীরবে আসে ভেসে।।
চোখের কোণে জমে থাকা,
অশ্রু দেয় যে আলো,
কাঁদতে কাঁদতেই শিখেছি আমি,
কষ্ট আমার ভেতরে থাকা ভালো।।
(৪)
জীবনটা এক নদীর মতো,
থামে নানা ঘাটে,
কখনো শান্ত, কখনো ঝড়
এমন করেই কাটে।।
ডুব দিলেই ভাই মুক্তা মেলে,
ভয়ের দেয়াল ভেঙে,
নিজের পথ নিজেই গড়ি,
স্বপ্নকে সঙ্গী করে।
(৫)
নীল আকাশের বুকের ভেতর
মেঘেরা করে খেলা,
মনটাও আজ ঠিক তেমনই
অজানা এক বেলা।।
কিছু কথা বাজে মনে,
কিছু জানে নীরবতা,
সব বলা যায় না মুখে
এই তো জীবনের খেলা।।
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




