একগুচ্ছ অনু কবিতা-“আঁধার ভেঙে আলো” || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
জীবন কখনও সহজ পথে চলে না, তবু মানুষ প্রতিদিন ভোরের আলোকে সঙ্গী করে নতুন করে হাঁটা শুরু করে। স্বপ্ন ভাঙে, আশা জাগে, ক্ষত তৈরি হয়, আবার সেই ক্ষতই শেখায় সামনে এগিয়ে যেতে। চলার পথে ব্যথা আসে, ভুল হয়, তবু মানুষ থামে না, কারণ বেঁচে থাকার অর্থই হলো বারবার চেষ্টা করা। অনেক সময় মন আড়ালে কাঁদে, কিন্তু মুখে হাসি রেখে মানুষ নিজের দায়িত্ব পালন করে যায়। সময় ধীরে ধীরে শেখায় ধৈর্য, সহনশীলতা আর নিজেকে টিকিয়ে রাখার কৌশল। জীবনের শেষে এসে বোঝা যায় জয় বা হার আসল বিষয় নয়, সবচেয়ে বড় অর্জন হলো শেখা আর মানুষ হয়ে ওঠা। যারা পড়ে গিয়েও উঠে দাঁড়াতে জানে তারাই সত্যিকারের শক্তিশালী। হেরে যাওয়া মানেই শেষ নয়, কারণ সাহস থাকলে পরাজয়ও নতুন পথ দেখায়। কিছু মানুষ বারবার ভেঙে পড়ে, আবার কেউ সেই ভাঙন থেকেই শক্তি সংগ্রহ করে। আশা ঠিক তেমনই একটি শক্তি, যা অন্ধকার ভেদ করে আলো দেখায়। ঝড়ের ভেতর ভেজা পাতার মতো হলেও মানুষের মনে আলো ঝলমল করে ওঠে বিশ্বাস। মন হাল ছাড়তে চাইলেও হৃদয় থামতে দেয় না, কারণ আগামী দিনের সম্ভাবনা আজকের কষ্টকে অর্থ দেয়। সময় কখনও থামে না, ঘড়ি থেমে গেলেও জীবন এগিয়ে যায়। আশা থাকলে কঠিন দিনও পথ দেখায়, অচেনা অন্ধকারেও জন্ম নেয় নতুন সকাল। মানুষ আশা নিয়েই বাঁচে, আলোকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের ভেলায় ভর করে জীবন নদী পেরিয়ে সামনে এগিয়ে চলে।

জীবন মানে ভোরের আলো,
সন্ধ্যার নীরব গান,
ভাঙা স্বপ্নে জাগায় আশা,
নতুন শত টান।।
হাঁটতে হাঁটতে ক্ষত হয়,
তবু থামে না পথ,
ভুলের ভেতর খুঁজে নেয়
বাঁচার হাজার দিক।।
(২)
কাঁদে মন আড়ালে,
হাসে সবার মাঝে,
সময় শেখায় ধৈর্য আর
টিকিয়ে রাখতে নিজেকে।।
জীবন শেষে বুঝি ভাইঁ,
জেতা নয়, শিক্ষা,
হেরে গিয়েও বেচেঁ থাকা,
এটাই বড় দীক্ষা।।
(৩)
কিছু মানুষ হেরে গিয়ে,
কাঁদে বারে বারে,
তারা কেন বুঝে না,
বীর কি কখনও মরে?
আশা মানে আঁধার ভেঙ্গে,
স্বপ্ন বোনা মনে,
ঝড়ে ভেজা পাতার মত,
রোদের কিছু ঝলক।।
(৪)
হাল ছাড়তে চাইলেও মন,
হৃদয় বলে থাম,,
কালকের জন্য রেখে দিলে,
পাবি কি আর দাম?
ভাঙা ঘড়ি থেমে গেলেও,
সময় বয়ে যায়,
আশা থাকলে কঠিন দিনও,
আলো পথ দেখায়।।
(৫)
আশা নিয়ে বাচেঁ যারা,
তারাই দেখে পথ,
হতাশায় বাড়ে কষ্ট,
হারায় গতি পথ।।
আজ না হলে কাল হবে ভাই,
এটাই সত্য কথা,
আশা নিয়েই মানুষ বাঁচে,
দেখে আলোর ভেলা।।
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



