কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " নীরব মনের কান্না.. '' || Original Poetry by @maksudakawsar||

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


fantasy-3995235_1280.jpg

Source

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ভিতর রয়েছে কষ্টের পাহাড়। তাদের মনের ভিতরের কষ্টগুলোকে কেউ দেখতে পায় না। এমন মানুষগুলো দিনের আলোতে সবার সাথে হাসি খুশি থাকে। দৌড়ে যায় মানুষের বিপদে। কিন্তু তাদের সাথে চলে ফিরে কেউ বুঝতে পারে না এমন মানুষগুলো কতটা কষ্ট বুকে নিয়ে এগিয়ে দিনের পর দিন। তারা মনের ভিতর কষ্ট পুষে রেখে সুখের অভিনয় করে যায়। আর রাতের আলোতে কষ্টগুলোকে চোখের চলে ভাসিয়ে দেয়। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা।

স্ব-রচিত কবিতা
" নীরব মনের কান্না"

লেখা- মাকসুদা কাউসার

চারদিকে ভাই কত মানুষ,
সুখের কথায় উড়ায় ফানুষ,
মনের মাঝে কষ্ট রেখে,
হাসিমুখে বেড়ায় ঘুরে।।

মনের ভিতর কষ্টের পাহাড়,
হৃদয় জুড়ে শুধুই আঘাত,
যায় বুঝা দেখে তাদের,
বাহিরটা ভাই সুখের প্রাসাদ।।

দিনের আলোয় তারা সবার,
দিন শেষে ভাই কষ্ট তাহাঁর,
কষ্টগুলো চোখের জ্বলে,
রাতের আলোয় দেয় বিলিয়ে।।

নীরব মনের কান্না নিয়ে,
সবার কাজে যায় এগিয়ে,
তবুও ভাই তারা আবার,
কথায় কথায় কষ্ট কেনে।।

এমন মনের মানুষগুলোর,
আপন বলে কেউ থাকে না,
নিজের কষ্ট নিজের মনে
চিরজীবন তাই থেকে যায়।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️