কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " বাস্তবতার আলো আধাঁর.. '' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

জীবনের পথে বাস্তবতা কখনো কোমল, কখনো কঠিন—কখনো আলো দিয়ে পথ দেখায়, আবার কখনো গভীর অন্ধকারে ঠেলে দেয়, আর এই ওঠানামার মধ্য দিয়েই মানুষ শেখে বেঁচে থাকার প্রকৃত শিক্ষা। স্বপ্ন ভাঙলেও, পথ বন্ধুর হলেও, প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় ও সচেতন করে তোলে। অনেক সত্য চোখে দেখা যায় না, হাসির আড়ালে কান্না লুকিয়ে থাকে, ভয় লুকিয়ে থাকে নিঃশব্দ ছায়ার মতো, তবুও সেই অভিজ্ঞতাই মানুষকে নিজের ভেতরের গভীর শক্তি চিনতে সাহায্য করে। জীবনের ঝড় যাই আসুক, ধৈর্যই হয় সবচেয়ে বড় সঙ্গী, যা মানুষকে অন্ধকারের মধ্যেও আলোর দিকে এগিয়ে নিয়ে যায়, কারণ সব পাওয়া সম্ভব নয়—এটাই জীবনের প্রকৃত রং। আবার একই সঙ্গে আশা কখনও হারিয়ে যায় না; অচেনা পথেও একদিন ফুটে ওঠে নতুন দিনের আলো, যদিও স্বপ্ন যত উঁচুই হোক না কেন, বাস্তবতা তাকে মাটির সঙ্গে সংযুক্ত রাখার চেষ্টা করে। সত্যের পথ সর্বদাই কষ্টের ও ধুলোমাখা, আর মিথ্যে যতই রঙিন হোক, তা ক্ষণস্থায়ী; কিন্তু সত্যই শেষ পর্যন্ত শেখায় কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে মানুষ নিজের শক্তি ও সত্তাকে আবিষ্কার করে। এইভাবেই কবিতাগুলো জীবনের আলো-ছায়া, স্বপ্ন-ভাঙন, আশা-নিরাশা, সত্য-মিথ্যার জটিল যাত্রাকে একটি গভীর, বাস্তব ও মানবিক অনুভূতির স্রোতে তুলে ধরে।
বাস্তবতা কখনো কঠিন,
কখনো নরম হাওয়া,
কখনো সে দেয় আলো,
কখনো আঁধার ছায়া।।
স্বপ্নকে শিখায় চলতে,
ভাঙা পথের ধারা,
তবু জীবন এগোয় চুপে,
হিসাব মেলে সারা।।
যা দেখি সবই সত্য নয়,
কিছু থাকে লুকোনো,
বাস্তবতার আড়ালে থাকে,
অজানা আরও কত ভয়।।
হাসির ভিতর কান্না থাকে,
কেউ বোঝে না তার মান,
এই পথেই মানুষ শেখে,
নিজেকে চিনতে নতুন ভাবে।।
ঝড় এলেও ভয় পাওয়া নয়,
জীবনের রীতি এইতো,
ধৈর্যের হাত ধরে চলে,
সব চিন্তার জ্যোতি।।
যা চাই তা পাই না কভু,
এটাই জীবনের রং,
বাস্তবতার পাতায় লেখা,
এটাই সত্যিকারের ফ্রেম।।
তবু আশা থাকে বুকে,
অচেনা পথ ধরে,
একদিন ঠিকই ফুটে ফুল,
ওঠে নতুন দিনের আলোয়ে।।
স্বপ্ন যতই উঁচু হোক,
মাটি দিতে চায় টান,
বাস্তবতা বলে দেয়,
কোথায় ধরে রাখবো মান।।
বাস্তব কথা কাঁটার মতো,
লাগে মনের গভীর,
মিথ্যে যতই রঙিন হোক,
থাকে সে খুব ক্ষনস্থায়ী।।
সত্যির পথে ধুলো থাকে,
থাকে কঠিন বাধা,
তবু সত্যিই শেখায় মানুষ কে,
কিভাবে দাঁড়াতে হবে মাথা।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



