একগুচ্ছ অনু কবিতা-“প্রিয় তোমার জন্য” || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ18 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

এই অনুকবিতাগুলোর সারাংশটি ভালোবাসার অনুভূতি, হারিয়ে যাওয়া আর ফিরে আসার এক আন্তরিক প্রতিফলন। প্রতিটি কবিতায় ভালোবাসার এক আলো ছায়ার প্রতিফলন ফুটে উঠেছে। যেখানে মন একদিকে কাঁদে, আবার অন্যদিকে হাসে। কবিতা গুলোতে বোঝা যায়, প্রেম শুধু পাওয়া নয়, নিজেকে হারিয়ে ফেলার মধ্যেও এক অদ্ভুত সুখ আছে। ভালোবাসা মানেই আত্মার গভীর সংযোগ, যেখানে কষ্টও মিষ্টি। কবিতাগুলোতে চাঁদের আলোয় মিশে থাকা স্মৃতির কথা এসেছে, যেখানে প্রিয় মানুষ দূরে থেকেও মনে বাঁধা থাকে। ভালোবাসা দূরত্বকে পরাজিত করে, অনেক দূর পারি দিতে পারে। আবার কবিতায় ভালোবাসার কঠিন দিক উঠে এসেছে। কষ্ট, ত্যাগ আর অশ্রুর ভেতরও যে সত্যিকারের ভালোবাসা টিকে থাকে, সেটাই মূল কথা। হাজার মানুষের মাঝে এক প্রিয় মুখের গুরুত্ব ফুটে ওঠে খুব নিঃশব্দভাবে। প্রিয় মানুষকে কাউকে না জানিয়ে ভালোবাসার মধ্যে রাখা, নিঃশব্দ প্রতীক্ষা খুব গভীরভাবে ছুঁয়ে যায়। শিশিরভেজা সকাল আর, স্মৃতির নরম ছোঁয়ায় মন ভিজিয়ে রাখা সব কিছুই ভালোবাসার নির্মলতার প্রতীক। কবিতায় গুলোতে বোঝা যায়, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। প্রিয়জন দূরে গেলেও মন তাকে ধরে রাখে নিঃশব্দে। সময় চলে যায়, মানুষ বদলায়, তবুও প্রেম থেকে যায় হৃদয়ের কোণে। সব মিলিয়ে এই কবিতাগুলোতে ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয়, বরং সেই হারানোর মধ্যেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার বিষয়টি ফুটে উঠেছে।


image.png

একগুচ্ছ অনু কবিতা
“প্রিয় তোমার জন্য”

লেখা- মাকসুদা কাউসার


(১)

হারিয়ে যাই তোমার চোখে,
তবুও ফিরি নিজের মাঝে,
প্রেম মানে তো হারিয়ে যাওয়া,
প্রেম মানে তো ভালোবাসা ।।

তোমার জন্য মনটা কাঁদে,
তবু মুখে হাসি রাখি,
ভালোবাসা মানে বুঝি,
অশ্রুতেও সুখের যে আঁকি ।।

(২)

চাঁদের আলোয় তোমার ছায়া,
তোমার জন্য লাগে মায়া,
ভালোবাসার নেই তো শেষ
স্মৃতিতে সে বাচেঁ বেশ।।

যত দূরে থাকো তুমি,
মনের মাঝেই বাধোঁ খুঁটি,,
প্রেমের আবেগ এতই মধুর,
প্রেম নিয়ে যায় দূর বহুদূর ।।

(৩)

ভালোবাসা নয়তো সহজ,
কষ্ট তাতে আছে প্রচুর,
কষ্টের মাঝে সুখ লুকিয়ে,
ভালোবাসি হৃদয় দিয়ে ।।

হাজারো মুখের মাঝে তুমি,
প্রিয় হয়ে থাকো মনে,
তোমার জন্য এই ভবনে,
শূণ্য লাগে আমার কাছে।।

(৪)
হৃদয় মাঝে থাকো প্রিয়,
চুপিচুপি ভালোবাসায়,
কাউকে কিছু না জানিয়ে,
তোমার জন্য থাকি আশায়।।

শিশির কোনায় মন ভিজিয়ে,
তোমার স্মৃতি জাগিয়ে রাখি,
মনের মাঝে বসত করে,
তোমার প্রেমের ছবি আকিঁ।।

(৫)

ভালোবেসে যায় না ফেরা,
প্রেমের টানে হৃদয় জাগে,
সত্যিকারের ভালোবাসা,
চিরজীবন বেচেঁ থাকে ।।

তুমি যখন দূরে গেলে,
মনটা হলো নীলাভুমি,
তবু তোমার ভালোবাসা,
আমার মনে পুষে রাখি ।।

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️