কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " বিরহের কথা.. '' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

এই কবিতায় একজন মানুষের গভীর বিরহের অনুভূতি, যেখানে প্রিয় মানুষটি চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য ও নিরব হয়ে গেছে। প্রিয়জনের স্মৃতি এখন তার একমাত্র সঙ্গী—রাতের নিস্তব্ধতায়, চাঁদের আলোয়, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে সে মানুষটিকেই অনুভব করে। তাকে না পাওয়ার কষ্টে চারপাশের পৃথিবী ফ্যাকাশে লাগে, হাসি হারিয়ে যায়, মন ভরে থাকে চাপা কান্নায়। তবুও এই কষ্টের মাঝেও সে মানুষটি প্রিয়জনের জন্য কোনো অভিযোগ রাখে না, বরং দূর থেকে তার সুখ কামনা করে। ফিরে আসার আশায় নয়, শুধু ভালোবাসার কারণেই সে অপেক্ষা করে যায়। বিরহের এই ব্যথা তাকে ভেঙে দেয়, আবার বাঁচিয়েও রাখে। কারণ স্মৃতি আর ভালোবাসাই তার জীবনের শেষ অবলম্বন হয়ে দাঁড়ায়।
রাত গভীর হলে জেগে থাকি,
নিস্তব্ধতায় তোমার স্মৃতি বাজে,
চাঁদের আলোয় ছায়া ফেলে,
তোমার মুখটা মনে পড়ে।
শুধু একটুখানি কথা বলো,
বলো, কেমন আছো তুমি?
আমার হৃদয় ছিঁড়ে যায়,
শুধু তোমার অভাবেই আমি।
তোমার ছোঁয়া, তোমার হাসি,
সবই আজ স্মৃতির বাঁধনে,
দূরে থেকেও কাছে আছো,
স্বপ্ন হয়ে আমার মনে।
তোমার বিদায়ের সে দিন,
শুধু অশ্রু দিয়েছিলাম,
বুঝিনি তখনই বুঝবে তুমি,
আমার ব্যথার গভীরতা।
এখনো চোখে ভাসে তুমি,
সেই বিকেলের শেষ রঙে,
হাত বাড়ালেও ধরতে পারি না,
তুমি যে এখন কালের গাঙে।
কেন এমন করে গেলে,
একটুও কি ভাবলে না?
আমার হৃদয়ের কান্না শুনে,
একবারও কি থামলে না?
আমার শহর, আমার আকাশ,
সব কিছু ফ্যাকাশে আজ,
তোমার ছোঁয়ার উষ্ণতা ছাড়া,
এ জীবন শুধুই অনুতাপ।
তবুও আমি বেঁচে থাকি,
তোমার স্মৃতির গভীরে,
কখনো যদি ফিরে আসো,
দেখবে আমিই রয়েছি অপেক্ষায়।
তোমার ছায়া, তোমার গান,
এখনো বাজে আমার প্রাণে,
বিরহের ব্যথা নিয়ে একা,
তোমায় খুঁজি চাঁদের কণায়।
তুমি সুখে থেকো দূর আকাশে,
আমার দুঃখ আর বোঝার দরকার নেই,
শুধু জানবে, এই হৃদয় জুড়ে,
আজও শুধু তুমি রয়ে গেছো।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



