স্বরচিত কবিতা : " সময় এক "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমাদের জীবনে সময়ের গুরুত্ব অনেক বেশি। আমরা যারা সময় হিসেব করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, তখন দেখবো আমাদের জীবনটা সুন্দর। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যদি সময় চলে যায় তখন আমরা ওই সময়টাকে আর কখনোই ফিরে পাবো না। সময়কে এক সময়ে কাজে লাগানো প্রয়োজন। কোন কাজের ক্ষেত্রে কোনটা সঠিক এই বিষয়টা আমাদের প্রয়োজন। মাঝে মাঝে আমাদের চোখের সামনেই সময় কখন চলে যায়। কিন্তু আমরা এই সময়টাকে পাত্তা দেই না। আর মাঝে মাঝে দেখা যায় অল্প একটু সময় কি আমরা খুঁজে বেড়াই। কিন্তু কোথাও আমরা খুঁজে পাইনা। তাই আমি মনে করি আমাকে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
" সময় এক "
সময় এক অদ্ভুত গণ্ডি,
পেরোতে দেখা যায় না চোখে।
হারিয়ে ফেললে খুঁজে বেড়াই,
কি করলাম হায় দেখে দেখে।
সময় এক কঠিন বস্তু,
পাল্টে দেয় জীবন।
একটুখানি ঝড় আসলেই,
হারিয়ে যায় এই মন।
সময় এক স্রোতের মতো,
ভেঙে নিয়ে যায় পাড়।
হারিয়ে গেলে খুজে পাইনা
জীবনের এ যেন মহা হার।
সময় এক স্নিগ্ধ মনে হয়,
পেরোনো খুবই কঠিন।
নিমেষেই যেন সামনে থেকে,
হারিয়ে যায় সুন্দর জীবন।
সময় এক সুন্দর মুহূর্ত,
যদি কাটানো যায়।
একটুখানি ঝড় আসলেই,
জীবনটা এলোমেলো হয়ে যায়।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1978346056246022425?t=6Y3WA5zfRTl2elROzge1EA&s=19
https://x.com/TASonya5/status/1978346927398801495?t=B8LkXuhzxqe6DltkntKmtw&s=19
আপনার স্বরচিত কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই সময় এক অদ্ভুত গণ্ডী। সময় চলে যায় কিন্তু আমরা কেউ দেখতে পাই না । খুব সুন্দর কবিতাটি লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
https://x.com/TASonya5/status/1978696002920960151?t=_9SNOgRGsfLhJ_P9GkpdRQ&s=19