আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর প্রজেক্ট প্রদর্শনী-২০২৫

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। তো আমাদের ভার্সিটিতে শুরু হয়ে গেল আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর প্রজেক্ট প্রদর্শনী! দীর্ঘ পাচঁ বছরের সাধনার পর তারা একজন গ্র্যাডুয়েট ইঞ্জিনিয়ার হয়ে বের হয়! তো তাদের প্রদর্শনী অনুষ্ঠান সেটা অবশ্য জানতাম। আজকে সিড়ি দিয়ে নামার সম খেয়াল করলাম তাদের প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর অত্র বিশ্ববিদ্যালয়ের জয়নাল আবেদীন স্যার! তো এবারের আয়োজন টা মোটামোটি বড়সর পরিসরেই হচ্ছে যেমনটা বুঝলাম। অনেক রকমের ডিজাইন দেখতে পেলাম! স্পেশালি কাঠের তৈরি বানানো ডুপ্লেক্স এর বিল্ডিং ছিল সবচেয়ে বেশি।

IMG20251104123002.jpg

IMG20251104122956.jpg

নামার সময় খেয়াল করলাম কাঠের তৈরি দুটো ডুপ্লেক্স বাড়ি। কাঠের তৈরি জিনিস এমনিতেই দেখতে সুন্দর দেখায়। তবে বাড়িটা তৈরি করতে অনেক কষ্ট করেছে সেটা বুঝা যাচ্ছিল। একটার পর একটা কাঠ বসিয়ে ডিজাইন করা মোটেও সহজ কাজ নয়! প্রচন্ড রকমের ধৈর্য না থাকলে এ কাজগুলো করা সম্ভব হয় না! আমাদের ডিপার্টমেন্ট এর বেশ কয়েকজন আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর প্রজেক্ট প্রদর্শনী দেখলাম। তাছাড়া আরও দেখলাম বাবুই পাখির বাসা বানানো! পাখির জন্য তৈরি করা কাচা! পাশাপাশি আরও দেখলাম ইগল পাখির একটা ডিজাইন বানানো সেটার পিকটা তুলতে পারেনি! তবে আমার কাছে কাঠের তৈরি বাড়িটাই বেশি ভালো লেগেছে। গ্রামীণ একটা ফিল পেয়েছিলাম। সাধারণত পাহাড়ি এলাকায় গেলে কাঠের তৈরি বাড়িঘর দেখা যায়! ইট পাথরের এ যুগে কাঠের তৈরি বানানো ঘর দেখলে আলাদা একটা অনুভূতির জন্ম দেয়।

IMG20251104123007.jpg

কাঠের তৈরি ডুপ্লেক্স বাড়ির পাশাপাশি আসার সময় দেখতে পেলাম বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বানানো বহুতল ভবন। ভবনটির পুরো ডিজাইন করা হয়েছে কাচঁ দিয়ে! মেবি ২৪-৩০ তলা হবে! বহুতল ভবনের ডিজাইনের পাশে গাড়ির পার্কিং এর জন্য ব্যবস্থাও করা হয়েছে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের কাজ হলো ডুপ্লেক্স বাড়ি অথবা বাড়ির ভিতরে ডিজাইন করে দেয়া। তাদের ডিজাইনে কাঠের ম্যাটারিয়ালস বেশি প্রাধান্য পায়! তো মোটামোটি বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট এসেছিল আর্কটেলচার ডিপার্টমেন্ট এর প্রদর্শনী দেখার জন্য! যেহেতু ক্লাস ছিল তাই বেশিক্ষণ দেখতে পারেনি। তবে ডিজাইনগুলো দেখে অনেক ভালো লেগেছিল আসলে।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationDUET, Gazipur

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।