আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
এটা হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। ফুল জিনিসটা আমাদের সকলের অনেক পছন্দের। আমার কাছে যেকোনো ফুলই দেখতে ভীষণ সুন্দর লাগে। বাগান বিলাস ফুল বেশ কয়েকটি কালার হয়ে থাকে।আমার কাছে সবগুলো কালারের বাগান বিলাস ফুলই দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা ফুলের মধ্যে যেন আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে। তাই আমার কাছে প্রতিটা কালারের ফুলই পিকটা অনেক বেশি সুন্দর লাগে। ফুল জিনিসটাই আসলে সুন্দর। ফুল যেমন ভালো লাগে ঠিক তেমনি করে ফুলের ফটোগ্রাফি করত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই সময় পেলে আমি এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।
এটা হচ্ছে করলা ফুলের ফটোগ্রাফি। ফুল জিনিসটাই আসলে সুন্দর সেটা যদি ভুলে হোক না কেন। আমার কাছে যে কোন ফল দেখতে অনেক ভালো লাগে। তবে সবজির ফুলগুলো যেন একটু বেশি সুন্দর। আমার কাছে আসলে যে কোন ফুল অনেক বেশি সুন্দর লাগে। এটা হোক রাস্তায় পড়ে থাকা ফুল কিংবা সবজির ফুল। প্রত্যেকটা ফুল যদি উপলব্ধি করার চাই সব ভুলের মধ্যেই আসলে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। তাই আমার কাছে যে কোন ফুল অনেক বেশি সুন্দর লাগে। ঠিক তেমনি করে আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে।
এটা হচ্ছে কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি। কাটামুকুট ফুল আমরা কমবেশি চিনে থাকি। এই গাছ খুব বেশি বড় হয় না ছোট সাইজের হয়ে থাকে কিন্তু এই গাছে অনেক বেশি কাটা থাকে। কারণ নামই হচ্ছে কাটা মুকুট ফুল তাই গাছে তো কাটা থাকবেই।এই ফুলটিও আমার কাছে ভালোই লাগে। তবে অনেক বেশি ভালো লাগে তা না। অন্য ফুলগুলো যেমন ভালো লাগে সেই হিসেবে কাটে মুকুট ফুল আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে ফুলের কালারটি কিন্তু অনেক সুন্দর। ফুলের কালারটি লাল কালার মত তাই দেখতে ভালোই লাগে।
এখানে আপনারা একটি পোকার ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। পোকাটির নাম আসলে আমার জানা নেই কিন্তু পোকাটি দেখতে কিন্তু অনেক সুন্দর।পোকাটির গায়ের রং দিয়ে অনেক সুন্দর। এই পোকা আমি আগে কখনো দেখি নাই। পোকাটি কে দেখতে অনেক ভালো লাগলো যার কারণে অনেক সুন্দর করে একটি ফটোগ্রাফি করে নিলাম। পোকাটি যে পাতার উপর বসে আছে পোকাটি ওই পাতা কে আমরা ডুমুর গাছ বলে থাকি। ডুমুর কিন্তু ভাজি করেও খাওয়া যায়। তবে আমি শুনেছি সব ডুমুর আবার ভাজি করে খাওয়া যায় না।
বিশেষ বিশেষ তথ্য
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।







Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/i/status/2000968854420463874
এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।
বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করলেন আজকে। প্রত্যেকটি ফুল যেমন সুন্দর ছিল তেমনি মুগ্ধকর। আজকে আমার কাছে সাদা ফুলগুলো দারুন লেগেছে। এ ফুলগুলো ঝপেঝপে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে গেটের চারপাশে এই ফুলগুলো ভীষণ সুন্দর মানায়। আপনার প্রতিটি ফটোগ্রাফি আকর্ষণীয় ছিল আজকে।