মোবাইলে ধারণ করা বেশি কিছু রেনডম ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল দেখতে অনেক সুন্দর। তবে সব রকম ফুলি আমার কাছে দেখতে সুন্দর লাগে একটি ফুলের সাথে অন্য একটি ফুলের তুলনা করায় কঠিন হয়ে যায় কারণ প্রত্যেকটা ফলের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে।যদি আমরা সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারি।ফুল জিনিসটাই আসলে সুন্দর। ফুলের মধ্যে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসা।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি রঙ্গন ফুলটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। রঙ্গন ফুল বেশ কয়েকটা প্রজাতির হয়ে থাকে। আমার কাছে সবগুলো কালারের রঙ্গন ফুলই ভালো লাগে। তার কারণ যে যেমন ফুল সে ফুলের কালার অনুযায়ী সব ফুলই আসলে দেখতে সুন্দর। সেই সাথে আমার এত সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায়।তাই আমি চেষ্টা করি ফুল দেখলে সুন্দর সুন্দর করে ফটোগ্রাফি করার। ফটোগ্রাফি করা যেন এখন আমার একটি শখে পরিণত হয়েছে। ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে।তবে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।
এখানে দেখতে পাচ্ছেন বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি বাগান বিলাস ফুল গাছেরও বিভিন্ন প্রজাতি হয়ে থাকেন বর্তমানে এখন সব গাছেরই অনেক প্রজাতি তৈরি হইছে দেশ যতই আধুনিকের দিকে যাবে ততই নতুন নতুন গাছের প্রজাতি বের সবকিছুই উন্নত হতে থাকবে। বাগান বিলাস ফুল গোলাপী কালারের ও হয়ে থাকে এখানে যে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেগুনি কালার।
এটা হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুলের ফটোগ্রাফি টা দেখতে খুবই সুন্দর লাগছে একদম রক্ত জবা ফুলের মত। জবা ফুল দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি করে জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে চুলের ক্ষেত্রে জবা ফুল অনেক উপকারী যদিও আমি কখনো চলে ব্যবহার করি নাই জবা ফুল তবে আমি শুনেছি জবা ফুল নাকি চুলের জন্য অনেক উপকারী।
Camera: realme Note50
বিশেষ বিশেষ তথ্য
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।







বাহ আপু আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।আপনার তোলা বিশেষ করে জবা ফুল ও বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।