নয়নতারা ফুলের ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আজকের পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক।
নয়নতারা ফুল আমাদের সকলেরই পরিচিত একটি ফুল। নয়নতারা ফুল আমার দেখতে খুবই ভালো লাগে তবে যে কোন ফুলই অনেক সুন্দর লাগে দেখতে। সুন্দর করে ছবি তুলতে পারলে পরে আসলে ছবিগুলা দেখতে খুবই সুন্দর লাগে। আমার কাছে ফুল যেমন ভালো লাগে, ঠিক তেমনি করে ফুলের ফটোগ্রাফি করতেও অনেক ভালো লাগে। যেকোনো সুন্দর ফুল দেখলে আমি সুন্দর সুন্দর করে ফটোগ্রাফি করি। তারপর যখন ফটোগ্রাফি গুলা দেখি তখন নিজেরে অনেক ভালো লাগে। ফুলের বাগান করতে আমার অনেক বেশি ভালো লাগে। অবসর সময় পেলে ও টুকটাক বাগান করতে আমার খুবই ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে আমাদের বাসায় তেমন রৌদ্র নাই যার কারণে গাছ লাগালে হয় না। সেই সাথে আমাদের বাসায় বালি মাটি হবার কারণেও গাছ হতে চায় না যার কারণে খুবই খারাপ লাগে। ফুলের বাগান এবং সবজির বাগান করতে আমার কাছে খুবই ভালো লাগে। সবজির বাগান করলে ও দেখা যায় বাড়ির টাটকা সবজি খাওয়া যায় যখন মন চায়। বাজারের সবজিগুলা তে অনেক পরিমাণে কীটনাশক ব্যবহার করে থাকে যার কারণে ওই সবজিগুলো শরীরের জন্য খুব বেশি পুষ্টিকর না।
ফুল যেমন ভালো লাগে ঠিক তেমনি করে আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতেও অনেক বেশি ভালো লাগে। তাই যেকোনো জায়গায় গেলে ফুল দেখলে আমার কাছে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। সেদিন গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় ওদের বাসার ছাদে আবার অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সেগুলা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। সেই সাথে সুন্দর সুন্দর করে কিছু ফটোগ্রাফি করে নিই। নয়ন তারা ফুল আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে তবে আমার একটা জিনিস মনে হয় যে প্রতিটা ফুলের সুন্দর প্রতিটা ফুলের মধ্যে কোন না কোন সৌন্দর্য লুকিয়ে থাকে যদি ফুলটা উপলব্ধি করতে পারা যায়। একইভাবে আমার কাছে তো প্রত্যেকটা ফুলি সুন্দর লাগে ঠিক তেমনি ভাবে নয়ন তারা ফুলটি ও আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে নয়ন তারা ফুল সাদা কালারেরও হয়ে থাকে।তবে আমার কাছে এই বেগুনি কালারের ফুলটি বেশি ভালো লাগে।
Camera: realme Note50
বিশেষ বিশেষ তথ্য
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।








Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও দারুণ দারুণ কিছু নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/ShimuShimu15963/status/1997702328879849812?t=r2d82VHKWCg-Z2nd3gVgww&s=19
আজকের টাস্ক সম্পূর্ণ