"নতুন অভিজ্ঞতার সঙ্গে মজাদার চালতার আচার রেসিপি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি মায়ের অসুস্থতা ও অন্যান্য ব্যস্ততাকে সঙ্গে নিয়ে।সেইজন্য কয়েকদিন পোষ্ট করার সময়ও হয়ে ওঠেনি। যাইহোক তারপরও আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।

নতুন অভিজ্ঞতার সঙ্গে মজাদার চালতার আচার রেসিপি :

IMG_20251208_101228.jpg

চালতা, জীবনের প্রথম এটি আমার হাতে ধরা এবং এটি দিয়ে আচার রেসিপি তৈরি করা।তবে এই চালতা কিন্তু কেনা নয়,কয়েকটি বাচ্চা ছেলেমেয়েরা শশ্মানের পাশে গাছ থেকে অনেক পেড়ে নিয়ে যাচ্ছিলো।তাদের কাছ থেকে চেয়েই আমার বাবা আমার জন্য একটি চালতা নিয়ে এসেছে।বেশ বড় সাইজের আর এর ভিতরটা অনেকটাই কাঁচা তালের মতোই।তবে ভিতরে ফুলের মতো অংশটি ফেলে দিতে হয়।সত্যি বলতে একবার মাসির বাড়ি কাঁচা চালতা মাখা খেয়েছিলাম,এতটা বিশ্রী লেগেছিলো কি বলবো! সেইজন্য কখনো বাড়িতে নিয়ে আসাও হয় না।তবে হ্যাঁ, আচারের জন্য এটি দুর্দান্ত, আসলেই দারুণ হয়েছিলো আচারটি খেতে।এটিই আমার প্রথম অভিজ্ঞতা চালতা সম্পর্কে। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251208_100936.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.চালতা- 1 টি
2.চিনি- 1/2 কাপ
3.জিরে- 1 টেবিল চামচ
4.শুকনো মরিচ- 6 টি
5.ধনিয়া-1/2 টেবিল চামচ
6.পাঁচফোড়ন-1/2 টেবিল চামচ
7.সরিষার তেল- 4 টেবিল চামচ
8.লবণ-1/2 টেবিল চামচ
9.হলুদ-1/3 টেবিল চামচ
10.সামান্য জল

IMG_20251207_061917.jpg

IMG_20251207_062441.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251207_061902.jpg

IMG_20251207_061934.jpg
প্রথমে আমি একটি গোটা চালতা নিয়ে নেব।তারপর চালতাটি মাঝবরাবর কেটে নেব।

ধাপঃ 2

IMG_20251207_061958.jpg
এরপর ভিতরের ফুলের মতো অংশ বাদ দিয়ে খোসার অংশগুলি সরু ও লম্বা করে কেটে নেব।তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব।

ধাপঃ 3

IMG_20251207_062015.jpg

IMG_20251207_062030.jpg

এরপর একটি কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণ লবণ ও হলুদ মিশিয়ে চালতার টুকরো দিয়ে দেব।

ধাপঃ 4

IMG_20251207_062056.jpg
এবারে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব।এখন সেদ্ধ করা হয়ে গেলে চালতাগুলি নামিয়ে নিয়ে জল ফেলে দেব।

ধাপঃ 5

IMG_20251207_062735.jpg
এরপর চালতাগুলি হাত দিয়ে চেপে সামান্য থেতলে নেব।

ধাপঃ 6

IMG_20251207_062711.jpg
এখন একটি স্পেশাল মসলা তৈরি করে নেব।জিরে,ধনিয়া,পাঁচফোড়ন ও শুকনো মরিচ পরিষ্কার শুকনো কড়াইতে ভেজে নেব ভালোভাবে।

ধাপঃ 7

IMG_20251207_062619.jpg
এবারে সুন্দর স্মেল বের হলে গরম গরম শীল-পাটায় বেটে গুঁড়ো করে নেব।

ধাপঃ 8

IMG_20251207_062632.jpg
এরপর পুনরায় কড়াইতে সরিষার তেল দিয়ে নেব ।এরপর তেলের মধ্যে শুকনো মরিচ নেড়েচেড়ে চিনি দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20251207_062750.jpg
এবারে চিনিগুলি গলে গেলে সেদ্ধ চালতা দিয়ে দেব।

ধাপঃ 10

IMG_20251207_062834.jpg
এরপর চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে চালতার মধ্যে স্পেশাল মসলা দিয়ে দেব।

ধাপঃ 11

IMG_20251207_062856.jpg
যেহেতু এতে আগে লবণ ও হলুদ দেওয়া ছিল তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নেব স্বাদ মতো।

ধাপঃ 12

IMG_20251207_062909.jpg

এরপর চালতার আচারের সুন্দর একটি কালার চলে আসলে নামিয়ে নেব একটি প্লেটে।

শেষ ধাপঃ

IMG_20251208_101107.jpg

তো আমার তৈরি করা হয়ে গেল "মজাদার চালতার আচার রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251208_100909.jpg

IMG_20251208_101018.jpg

IMG_20251208_101127.jpg

এখন এটি গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায় ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো তেমনি দারুণ মজার খেতে হয়েছিলো।তাছাড়া এটি দীর্ঘদিন কাঁচের জারে ভরেও সংরক্ষণ করা যায়।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।