ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছ রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগlast month

আজ - বুধবার

১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম
আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছেন। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কার্যপ্রণালী শুরু করি।


1000014801.jpg


ব্যবহারিত উপকরণ সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.ধুন্দলহাফ কেজি
২.মাছ৩ পিস‌
৩.পেঁয়াজ কুচিদুই পিস
৪.কাঁচা মরিচ৪ পিস
৫.সয়াবিন তেলপরিমাণ মতো
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াহাফ চা চামচ
৮.হলুদের গুঁড়াএক চামচ
৯.ধনিয়া গুড়াহাফ চা চামচ
১০.জিরা গুঁড়াহাফ চা চামচ
১১.পানিপরিমাণ মতো


কার্যপ্রণালীর ধাপসমূহ:
ধাপ :-১


শুরুতে আমি এখানে হাফ কেজি ধুন্দল সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি।

1000006921.jpg


ধাপ :-২


তারপর আমি তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো অনেক ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেই। লবণ দিয়ে মাছ মাখিয়ে ধুলে অনেক ভালো পরিষ্কার হয়। তাই আমি সব সময় মাছ লবণ দিয়ে মাখিয়ে রাখি তারপর সুন্দর করে ধুয়ে ফেলি। মাছ ধোয়া শেষ করে লবণ মরিচ এবং হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভাঁজতে দিলাম।

1000006919.jpg

1000006923.jpg


ধাপ :-৩


তারপর আমি পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি। তারপর যেই কড়াইতে মাছ ভাজি করেছি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। আমার মনে হয় মাছ ভাজি তেলের মধ্যেই তরকারি রান্না করলে বেশি মজা হয়। তাই আমি সব সময় মাছ ভাজির তেলের মধ্যেই তরকারিটা রান্না করি।

1000006929.jpg

1000006932.jpg


ধাপ :-৪


তারপর এখানে আমি লবণ, হলুদ গুঁড়ো,মরিচের গুঁড়া,ধনিয়া গুঁড়া, জিরার গুড়া নিয়েছি এবং সেগুলা পেঁয়াজ ভাজি করা হলে পেঁয়াজের মধ্যে পানি দিয়ে এই উপকরণগুলো দিয়ে দিয়েছি।

1000006937.jpg

1000006943.jpg


ধাপ :-৫


তারপর বেশ কিছুক্ষণ কষানো হলে ধুন্দল দিয়ে দিলাম।

1000006948.jpg


ধাপ :-৬


ধুন্দল রান্না করতে পানি তেমন লাগে না তাই আমি পানি ছাড়া সুন্দর করে কষিয়ে নিয়েছি। তরকারি যত সুন্দর করে কষানো যাই টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তাই আমি অনেক বেশি করে কষিয়ে নেই। শেষ আছে অল্প পরিমাণে পানি দিয়ে দিন।

1000006951.jpg

1000006954.jpg


শেষ ধাপ


বেশ কিছুক্ষণ পর ধুন্দুলের তরকারির মধ্যে মাছও দিয়ে দিই। তারপর বেশ কিছুক্ষণ ফুটানোর পর নামিয়ে নিই।

1000006955.jpg

1000006957.jpg



zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন


ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না আমি রাতের বেলায় করেছিলাম। রান্না শেষ করে সবাইকে সুন্দর করে পরিবেশন করে দিয়। নিজ হাতে রান্না করে নিজের হাতে বেড়ে সবাইকে খাওয়াতে খুবই ভালো লাগে। আমি নিজে হাতে রান্না করলে এবং সেই খাবার পরিবেশন করে খাওয়াতে খুবই পছন্দ করি। ঠিক তেমনি করে সেই খাবারগুলো যদি কেউ প্রশংসা করে তাহলে রান্না করার ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার হাজব্যান্ড আমার রান্না করা ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছ রান্না হয়েছে অনেক প্রশংসা করেছিল যে আমার খুবই ভালো লেগেছে।


received_305654148004402.webp


পোস্ট বিবরণ


বিষয়সুস্বাদু রেসিপি
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি তো মজার রেসিপি বানিয়েছেন। ধুন্দল এবং পাঙ্গাস মাছের রেসিপি খুব সুন্দর করে তৈরি করেছেন। পাঙ্গাস মাছ খেতে কিন্তু ভালো লাগে এই মাছের মধ্যে কাঁটা কম। এবং আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ধুন্দল এবং পাঙ্গাস মাছ দিয়ে রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

পাঙ্গাস মাছ আমারও অনেক পছন্দের একটি মাছ। তবে সবজি দিয়ে রান্না করলে সেটা আরো বেশি মজা লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

ওয়াও আপু আপনি দারুন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। পাঙ্গাস মাছ আমার অনেক ভালো লাগে খেতে। তবে এইভাবে আপনার মত করে ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছ খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।