রেসিপি পোস্ট||কম সময়ে চিলি চিকেন রান্না রেসিপি||

in আমার বাংলা ব্লগ21 days ago

আজ - বুধবার

২৫ অগ্রহায়ণ ১৪৩২বঙ্গাব্দ
১১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম
আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু চিলি চিকেন একদম সহজ উপায় রান্না করে দেখাবো। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার আজকে শেয়ার করার রেসিপিটি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।


1000125895.jpg


ব্যবহারিত উপকরণ সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.মুরগিপরিমাণ মতো
২.পেঁয়াজ কুচিআট পিস
৩.আদা রসুন বাটাএক চামচ
৪.কর্নফ্লাওয়ারএক চামচ
৫.সয়াবিন তেলপরিমাণ মতো
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াপরিমাণ মতো
৮.টমেটো সসএক চামচ
৯.চিলি সসএক চা চামচ
১০.সয়া সসএক চামচ


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


শুরুতে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই রকম করে পেঁয়াজ খুশি করেছি। তারপর আদা রসুন বেটেও নিয়েছি।

1000124575.jpg


ধাপ :-২


অন্যদিকে পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে তার মধ্যেও আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য কনফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম।

1000124576.jpg

1000124579.jpg


ধাপ :-৩


তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাংস গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।

1000124578.jpg

1000124581.jpg

1000124583.jpg


ধাপ :-৪


তারপর বেশ কিছুক্ষণ মাংসগুলো ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে একটু বাটিতে উঠিয়ে নিলাম। তারপর সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম।

1000124606.jpg

1000124615.jpg

1000124611.jpg


ধাপ :-৫


তারপর এখানে টমেটো সস, চিলি সস এবং সয়া সস নিয়েছি।

1000124616.jpg

1000124617.jpg

1000124619.jpg


ধাপ :-৬


তারপর এই তিনটি জিনিস এই চামচের সেম পরিমাণে দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেগুলা করার মধ্যে দিয়ে দিলাম।

1000124622.jpg

1000124624.jpg


ধাপ :-৭


পেঁয়াজ কষানো শেষ হলে তার মধ্যেও ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম। তারপর আরো বেশ কিছুক্ষণ কষাতে সাথে থাকলাম।

1000124626.jpg

1000124627.jpg


শেষ ধাপ:


মাংসগুলা ভাজা ছিল আগে থেকেই তাই এক্সট্রা করে পানি দেওয়া লাগে নাই। মানে সিদ্ধ হয়েছিল। তাই আর পানি দেওয়া লাগে নাই।তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলাম।

1000125895.jpg

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন


নতুন নতুন কোন কিছু রান্না করে আবার হাজবেন্ডকে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে। তাকে যেমন নতুন কিছু রান্না করে খাওয়াতে ভালো লাগে ঠিক তেমনি করে আমার নিজেরও খেতে ভীষণ ভালো লাগে। আবার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। যখন কোন একটা খাবার রান্না করে দেই এবং আমার হাজব্যান্ড প্রশংসা করে এবং সুন্দর একটা হাসি দেয় তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তাকে এভাবে শর্টকাটভাবে মানে একদমই কম উপকরণ দিয়ে চিলি চিকেন রান্না করে খাওয়ানোর পর সে অনেক বেশি খুশি হয়েছিল। আর সে অনেক বেশি প্রশংসা করছিল যে আমার কাছে খুবই ভালো লেগেছিল।


received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo devicerealme Note50
বিষয়সুস্বাদু রেসিপি
ক্রেডিট@sumiya23
আমার লোকেশনঢাকা সাভার
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.