আমার ধর্ম
বিশ্ব ধর্ম দিবস উপলক্ষে RECREATIVE STEEM কমিউনিটি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা মানুষ হিসেবে, আমাদের জীবনে ধর্মের প্রভাব অপরিসীম। যার কোন সীমা নেই আর যার কোন শেষ নেই। আমি সবসময় মনে করি, ধর্ম কেবল উপাসনা নয়, এটি একটি সুষ্ঠ জীবন ব্যবস্থা যা আমাদের সঠিক ও ভুলের পার্থক্য শেখায় প্রতিটি ক্ষেত্রে। বন্ধুরা,আজ আমি আমার ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি কোন ধর্মীয় বিশ্বাস ব্যবস্থার অন্তর্গত?
আমি ইসলাম ধর্মের অনুসারী। আর আমি সত্যি ভাগ্যবান আমি এই ধরনের অনুসারী বলে, ছোটবেলা থেকেই আমি একটি ধর্মীয় পরিবেশে বড় হয়েছি, যেখানে আল্লাহ্র প্রতি বিশ্বাস এবং রাসুল (সাঃ)-এর আদর্শ ছিল আমাদের পারিবারিক শিক্ষার মূল ভিত্তি। আর যেটি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। একজন মুসলমান হিসেবে এক আল্লাহ এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কে আমরা সবসময়ই অনুসরণ করি
আমার কাছে ইসলাম ধর্ম মানে হলো "শান্তি" এবং "আত্মসমর্পণ"। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিয়ে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি, ইসলাম কেবল নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য কথা বলা, মানুষের উপকার করা, এবং প্রতিবেশীর হক আদায় করাও আমার ধর্মের অবিচ্ছেদ্য অংশ। যেটি বহু বছর ধরে যেটি যুগ যুগ ধরে চলে আসছে। এই ধর্মের দিনে পাঁচবার নামাজ আমাকে সময়ের গুরুত্ব এবং আত্মশুদ্ধি শেখায়। যা হয়তো অন্য কোন ধর্মে আমি পেতাম না তাই আমি সত্যি ভাগ্যবান এমন একটি শান্তির ধর্মের মানুষ হিসাবে।
কাল্পনিকভাবে যদি আমি এই ধর্মের না হতাম, তবে আমি কোন ধর্মের সাথে নিজেকে চিহ্নিত করতাম?
আস্তাগফিরুল্লাহ, আমি একজন মুসলমান হিসেবে এটা ভাবাও পাপ। তারপরও যেহেতু এটি আমাদের একটি কর্মস্থল এবং আপনি একটি প্রশ্ন করেছেন, তাই আমি আংশিকভাবে কিছু বলবো। আমি বিশ্বাস করি আমার নবী আমার রাসুল আমার আল্লাহ এটা বলার কারণে আমাকে মাফ করবেন। হ্যাঁ, এটি বেশ কঠিন একটি প্রশ্ন কারণ আমার বিশ্বাস আমার সত্তার সাথে মিশে আছে। তবে তর্কের খাতিরে যদি আমাকে অন্য কোনো ধর্ম বেছে নিতে হতো, তবে আমি সম্ভবত খ্রিস্টধর্ম (Christianity)-এর প্রতি আকৃষ্ট হতাম।
এর কয়েকটি কারণ হলো, ইসলাম এবং খ্রিস্টধর্মের মধ্যে অনেক ঐতিহাসিক মিল রয়েছে। সেটি আমরা কমবেশি সবাই জানি। আমরা উভয়ই একেশ্বরবাদে বিশ্বাসী এবং হযরত ঈসা (আঃ) বা যিশুকে সম্মান করি। খ্রিস্টধর্মে সেবা, ভালোবাসা এবং ক্ষমার যে বাণী প্রচার করা হয়েছে, তা আমাকে মুগ্ধ করে। এবং ঠিক একই কথা আমাদের ইসলাম ধর্মের আল কোরআনেও রয়েছে। আমাদের মসজিদ গুলোর পরিবেশ যেমন সব সময় শান্ত ও সুন্দর থাকে। ঠিক তেমনি, চার্চের শান্ত পরিবেশ এবং মানুষের সেবায় তাদের আত্মনিয়োগ করার বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে।

আমার ধর্মের কোন বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন আমি চাই মানুষ এটি আরও জানুক?
আমার ধর্মের সবচেয়ে সুন্দর যে বিষয়টি আমাকে মুগ্ধ করে তা হলো "সাম্য ও ভ্রাতৃত্ব"। মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই, তখন ধনী-গরিব, রাজা-প্রজা সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। সেখানে কোনো ভেদাভেদ থাকে না। আমরা মুসলমান হিসেবে এটা কখনোই করিনা, যে না আমার পাশে যে দাঁড়িয়েছে সে গরিব সে ভিখারি, আমরা সব সময় এটা মনে করি আমরা সবাই মানুষ। আরে সুন্দর বিশ্বাস টাই আমাদের এই ধর্মের জন্য মুগ্ধ করে, আমাকে মুগ্ধ করে।
তাছাড়া "যাকাত" ব্যবস্থাটি আমার খুব প্রিয়। এটি সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করার এক অসামান্য মাধ্যম। যেটা শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মেই প্রযোজ্য।
তাই আমি চাই মানুষ ইসলামকে কেবল মিডিয়ার নেতিবাচক খবরের মাধ্যমে বিচার না করে এর মূল সৌন্দর্যটা জানুক। ইসলাম শেখায় যে, "একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। আমি চাই বিশ্ববাসী জানুক যে আমার ধর্ম সহনশীলতা, ধৈর্য এবং মানবতার কথা বলে। এটি উগ্রতা নয়, বরং ভালোবাসার ধর্ম। এটা শান্তির ধর্ম এই ধর্ম যে পালন করে সেই জানে এর আসল সুন্দর্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ধর্ম আমাদেরকে যেভাবে প্রতিটি ক্ষেত্রে রাস্তা দেখিয়ে চলায়, সেটা হয়তো অন্য কোন ধর্মে এমনভাবে চলায় না।
পরিশেষে বন্ধুরা একটি কথা বলতে চাই, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমার ধর্ম আমাকে শিখিয়েছে কীভাবে একজন ভালো মানুষ হতে হয়। পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, সবার মূল লক্ষ্য কিন্তু একটাই, শান্তি এবং মানবসেবা। এটা আমাদের সকলকে মানতেই হবে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা সেটা যেন আস্তে আস্তে পাল্টে দিচ্ছে। দেখুন না দিনে দিনে এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কটুক্তি করে কথা বলছে এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের লড়াই করাচ্ছে মানুষের এই নিম্ন চিন্তা আমাদের এই সুন্দর সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমি চাই আমরা যে যেই ধর্মেরই হই না কেন সব সময় মনের ভেতরে একটি কথাই যেন আঁকড়ে ধরে থাকি আমরা মানুষ।
আমি আমার বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি: @solperez @ninapenda @ripon0630 @suboohi @josevas217
La religión de cada persona es parte de su esencia misma, es un refugio del espíritu que cree , confía y se esperanza en lo verdadero para su ser; por ello debe ser respetada en su esquema de obra y pensamiento. Exitos en tu gran entrada. Saludos y Bendiciones.
We support quality posts, good comments anywhere and any tags.
Thank you so much