মুখেভাতে কুটুম মেলা।১০%প্রিয়,লাজুক শেয়ালের জন্য।
আসসালামু আলাইকুম/আদাপ,
শীত মানেই উৎসবের আমেজ।চলমান বাংলায় শীতকালেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।গায়ে,হলুদ,বৌঁভাত,মুখেভাত, সুন্নাতে খাৎনা,জামাই মেলা, পিঠা উৎসব ইত্যাদি আয়োজন,শীতকে আরো অনুষ্ঠান মুখর করে তুলছে।
.jpg)
ঠিক,আমাদেরও ব্যতিক্রম ঘটেনি।গত শুক্রবার ছিল,আমার একমাত্র ভাতিজি সুমাইয়া জান্নাত জারার মুখেভাত।
বৃহস্পতিবার সকালে,জারার বাবা জাহাঙ্গীর আলম ও আমি, নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।বলে রাখি,জারার বাবা হলেন আমার বন্ধুবর মামাতো ভাই।শহর থেকে নানা বাড়ি প্রায়১৫কিলোমিটার দূরে হওয়ায় পরিবহনে একটু বেশি সময় লাগলো।বাসায় পৌঁছানো মাত্রই কেনাকাটার দায়িত্ব আমাকে নিতে হলো।পরিকল্পনা করে কিছু কাজ ভাগ করে দিই। দুপুরের মধ্যেই কাঁচা বাজার সহ সকল কেনাকাটা সম্পন্ন করা হয়।তারপর সামগ্রিক ডেকোরেশন।
.jpg)
তাই সন্ধ্যা,হতে না হতেই সকল আত্মীয়-স্বজন আসা শুরু করে দেয়।যদিও অনুষ্ঠানটি ছিলো শুক্রবার দুপুরে।অনেকেরই বাসা দূরে হওয়ায়,আগের রাতেই এসেছিলো।
জারার মুখেভাতের মৌলিক অনুষ্ঠানটি নিয়ে দেখা হবে আরেকটি পর্বে।সে পর্যন্ত সবার ভালো থাকার শুভ প্রত্যয় নিয়ে আমি আজকের পর্ব এখানেই শেষ করছি।
ভালো লাগলে,অবশ্যই জানাবেন।আপনাদের উৎসাহ আমার পরবর্তী লেখার পাথেয়।সকলের প্রতি ভালবাসা ও শুভকামনা
ভালো থাকুক আমাদের প্রিয় প্লাটফর্ম@amarbanglablog
| বিষয় | মুখেভাতে কুটুম মেলা |
|---|---|
| বর্নণা | @kamrul8217 |
| ডিভাইস | Samsung A32 |
| লোকেশন | w3w |
| তারিখ | ১৫ জানুয়ারি ২০২২ |
আমি@kamrul8217 যুক্ত আছি, বাংলাদেশ থেকে।গল্প লিখি।
মানুষকে ভালবাসি,মানুষের কল্যানে কাজ করে যেতে যেতেই পথ চলা।আর সেই পথকে, প্রসস্থ্য করতে আমার সাথে আছে, আমাদের প্রিয় প্লাটফর্ম@amarbanglablog
%20(1).jpg)
.jpg)
আমাদের ভাতিজির জন্য রইলো অফুরন্ত ভালোবাসা । দোয়া করি জীবনে মানুষের মত মানুষ যেন হয় । পোস্টটি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো । আত্মীয় স্বজন এক সাথে হলে খুব ভালো লাগে সবার । আশা করছি সেই সুন্দর সময় পার করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য । শুভ কামনা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে । ভালো থাকবেন 💕
আপনার সুন্দর মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে সহায়ক ভুমিকা পালন করবে।তবে আপনার মতো,আমিও আশাবাদী একজন সাধারন শ্রেনীর মানুষ। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন,আমার ভাতিজি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক।আপনার জন্যও ভালবাসা অবিরাম প্রিয়;