রেসকিউ টিমের সাহায্যে প্রায় বিশ বছর বয়সের দুটি সাপ উদ্ধার
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ ইং
আমাদের এলাকার মধ্যে প্রায় সব ধরনের সাপ বসবাস করে থাকে। আমাদের এলাকা টি একটি প্রাকৃতিক অঞ্চল, তাই এই অঞ্চলের মধ্যে প্রায় সব ধরনের জীব জন্তু বসবাস করে থাকে। বেশ কিছু দিন আগে আমাদের মাঠের একটি কুয়ার মধ্যে দুটি খুড়িয়া গোখরা সাপ, আঞ্চলিক ভাষায় গোমা কিংবা দুধিয়া গোমা বলে এই সাপ কে। এই সাপ গুলোর বয়স মিনিমাম বিশ বছর বয়স হবে। আসলে এই সাপ দুটি দুর্ঘটনা জনীত কোন এক কারণে এই কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল।পরে সাপ গুলো কে দেখার পর আমাদের এলাকার বেশ কিছু লোক তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোন ভাবেই তা সম্ভব হয়নি। কেননা, যখন সাপ গুলো তোলার জন্য চেষ্টা করা হয়, তখন সাপ গুলো আক্রমণ করার চেষ্টা করে।
বেশ কিছুদিন পরে আমাদের এলাকার বেশ কিছু লোক বুদ্ধি করে জেলা রেসকিউ টিমের লোকদের কে বিষয় টি জানান। আসলে রেসকিউ টিমের লোকজন সব সময় বিভিন্ন ধরনের পশু প্রাণি সংগ্রহ করে থাকেন। আমরা আমাদের রংপুর জেলার রেসকিউ টিম কে বিষয় টি জানিয়েছিলাম। আমাদের মাঠ থেকে রংপুর শহরের দুরুত্ব ছিল কিছুটা দূরে। প্রায় দশ কিলোমিটার দূর হবে। যাইহোক, তারা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের কুয়ার মধ্যে চলে আসেন। এসে দেখতে পারেন সাপ দুটি খুবই বিষধর। আমাদের দেশের মধ্যে যে কয়েকটি সাপ রয়েছে তার মধ্যে বেশি বিষধর হচ্ছে খুঁড়িয়ে গোখরা। রেসকিউ টিমের প্রতিটি লোক আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত।
তারা খুব সহজেই তাদের কৌশল অবলম্বন করে সাপ গুলো তোলার চেষ্টা করে। কেননা, সাপ গুলো ছিল খুবই বিষধর।আর এমন বিষধর সাপ আমাদের জন্য খুবই রিস্কি। যাইহোক তারা অল্প কিছু সময়ের মধ্যে তাদের কৌশল অবলম্বন করে একটি সাপ তুলতে সক্ষম হন। তারা খুবই সুন্দর করে তাদের প্যাকেটের মধ্যে সাপ টি একদম প্যাক করে নিয়ে নেন। এরপর আবার অল্প কিছু সময়ের মধ্যে দ্বিতীয় সাপ টি তোলেন। দ্বিতীয় সাপ টি প্রথম সাপের তুলনায় কিছুটা বড়। যাইহোক অল্প কিছু সময়ের মধ্যে তারা দুটি সাপ তাদের প্যাকেটের মধ্যে সাজিয়ে নেন।সাপ গুলো দীর্ঘ দিন খাবার খেতে না পেয়ে দুর্বল হয়ে গিয়েছিল।
তারা এই সাপ গুলো তাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা নিবেন, এরপর তারা এই সাপ গুলো উপযুক্ত জায়গায় ছেড়ে দিবেন। আসলে সাপ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। তবে, কিছু কিছু সময় তারা মানুষের ক্ষতি করার ও চেষ্টা করে থাকে।টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপগুলোর অবস্থান নিশ্চিত করে। ধৈর্য ও অভিজ্ঞতার সঙ্গে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে, যাতে সাপগুলো কিংবা এলাকাবাসীর কেউ কোনোভাবে আহত না হয়। উদ্ধার হওয়া সাপ দুটি খুবই শান্ত ও ধীরস্থির ছিল, যা দেখে অনুমান করা হচ্ছে এগুলোর বয়স প্রায় বিশ বছর। এই ধরনের সাপ সচরাচর দেখা যায় না, এবং এত দীর্ঘজীবী হওয়াটাও বেশ বিরল।
পরবর্তীতে সাপগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বসবাস করতে পারবে। রেসকিউ টিমের এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রাকৃতিক পরিবেশে থাকা প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। রেসকিউ টিমের এই নিঃস্বার্থ কাজ নিঃসন্দেহে প্রশংসনীয় ও শিক্ষণীয়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness










Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1913230485159125156?t=31oRKwS7Onzi-FWXHwPruA&s=19
https://x.com/Riyadx2P/status/1913230768454967539?t=31oRKwS7Onzi-FWXHwPruA&s=19
https://x.com/Riyadx2P/status/1913231000894882097?t=31oRKwS7Onzi-FWXHwPruA&s=19
https://x.com/Riyadx2P/status/1913231357838590077?t=31oRKwS7Onzi-FWXHwPruA&s=19
https://x.com/Riyadx2P/status/1913231705168843254?t=31oRKwS7Onzi-FWXHwPruA&s=19
Screenshot
Upvoted! Thank you for supporting witness @jswit.
Amazing storie
এই ব্যাপারটা ভালো লাগল যে আপনারা সাপটা মেরে ফেলেননি। না হলে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মানুষ সাপ দেখলেই আগে মারে। এটা রেসকিউ টিম দিয়ে উদ্ধার করিয়ে বেশ ভালো কাজ করিয়েছেন।