দায়িত্ব- জীবনের এক অনিবার্য বোঝা, যা এড়িয়ে যাওয়া যায় না।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
দায়িত্ব- শব্দটি যত ছোট, এর ওজন ততটাই ভারী। জীবনের কোনো না কোনো পর্যায়ে এই শব্দটি এসে চেপে বসে আমাদের কাঁধে। কেউ চায় না, তবু দায়িত্ব এসে দরজায় কড়া নাড়ে। অনেক সময় বয়সও হয় না, মানসিক প্রস্তুতিও থাকে না, তবু দায়িত্ব যেন কারও ঘাড়ে এসে জড়িয়ে ধরে। তখন তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না।
যারা প্রকৃত মানুষ, যাদের মনে এখনো বিবেকের আলো জ্বলছে, তারা দায়িত্ব ফেলে পালাতে পারে না। কারণ দায়িত্ব শুধু একটি কাজ নয়, এটি এক ধরনের বন্ধন, এক ধরনের নৈতিক ঋণ। যেখানে যাই না কেন, দায়িত্ব আমাদের পিছু ছাড়ে না। যেন ছায়ার মতো সারাক্ষণ সঙ্গী হয়ে থাকে।
একজন মানুষ হয়তো হাজারো কষ্টে দিন কাটাচ্ছে, তবুও পেছনে তাকালে দেখে,তার পরিবারের মুখ। সেখানে আছে মা-বাবার আশাবাদী চোখ, স্ত্রীর নীরব নির্ভরতা, সন্তানের নিষ্পাপ চাহনি। এই মুখগুলোই তাকে টেনে রাখে। যত কষ্টই হোক, যত ক্লান্তিই আসুক, তবু দায়িত্ব থেকে সরে আসা যায় না।
দায়িত্ব এমন এক জিনিস, যেটা পালন না করলে মনে শান্তি থাকে না। ঠিকমতো খাওয়া যায় না, ঘুম হয় না, এমনকি স্বপ্নেও দায়িত্ব তাড়া করে বেড়ায়। যেন মনের ভেতর একটা অদৃশ্য চাপা যন্ত্রণা, যা মানুষকে সারাক্ষণ মনে করিয়ে দেয়- তুমি এখনো অনেক কিছু বাকি রেখেছো।
অনেক সময় মানুষ দায়িত্বের ভারে নুয়ে পড়ে, চোখ ভিজে যায় অশ্রুতে। মন চায় সব ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু বিবেক তাকে তা করতে দেয় না। কারণ দায়িত্ব শুধু সমাজ বা পরিবারের প্রতি নয়, নিজের প্রতিও এক ধরনের দায়। একজন দায়িত্ববান মানুষ জানে যদি সে থেমে যায়, তবে তার প্রিয় মানুষগুলো পড়ে যাবে অন্ধকারে।
জীবনের শেষ দিন পর্যন্তও অনেক মানুষ দায়িত্ব পালন করে যায়। কারও দায়িত্ব পরিবার, কারও দায়িত্ব সমাজ, আবার কারও দায়িত্ব দেশ। কেউ হয়তো সংসারের ভার বইছে, কেউ অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। প্রত্যেকে নিজের জায়গা থেকে কোনো না কোনো দায়িত্বের ভার বহন করছে।
আসলে দায়িত্ব শুধু কষ্টের নয়, এটি জীবনের মানে স্বরন করিয়ে দেয়। দায়িত্ব মানুষকে মানুষ বানায়, তার ভেতরে সাহস, ধৈর্য আর ভালোবাসার জন্ম দেয়। যে মানুষ দায়িত্বের মূল্য বোঝে, সে কখনো একা নয়, কারণ দায়িত্ব তাকে জীবনের সঙ্গে, মানুষের সঙ্গে বেঁধে রাখে।
শেষমেশ বলা যায় দায়িত্ব হলো জীবনের সেই বাস্তব পাঠ, যা কেউ শেখায় না, কিন্তু সবাই একদিন না একদিন বুঝে যায়। কেউ হাসতে হাসতে পালন করে, কেউ কাঁদতে কাঁদতে, কিন্তু সবাই জানে দায়িত্বই আমাদের জীবনের আসল অর্থ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















