🌾 মাঠে মাঠে পাকা ধান, কৃষকের মুখে সোনালি হাসি 🌾
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১৯ ই অক্টোবর ২০২৫ ইং
🌾 মাঠে মাঠে পাকা ধান, কৃষকের মুখে সোনালি হাসি 🌾
বাংলার গ্রাম এখন এক অনন্য রূপে সেজেছে। চারদিকে সোনালি ধানের ঢেউ, হাওয়ায় ভেসে আসে পাকা ধানের মিষ্টি গন্ধ, যেন প্রকৃতি নিজেই হাসছে কৃষকের সঙ্গে। হেমন্তের রোদে ঝলমল করছে মাঠের পর মাঠ একেকটা ধানের শীষ যেন সোনার মতো দীপ্ত। এই সময়টা শুধু ফসল তোলার নয়, এটি গ্রামীণ জীবনের এক উৎসবমুখর ঋতু।আমন ধান, যাকে বাংলার কৃষক সোনার ধান বলে ভালোবাসে, সাধারণত বর্ষা শেষে রোপণ করা হয়।
মাটি ভিজে থাকে তখনও, কিন্তু সূর্যের আলো আর প্রাকৃতিক উষ্ণতা ধীরে ধীরে ধান গাছকে করে তোলে সবুজ থেকে সোনালি। প্রতিটি গাছ যেন কৃষকের স্বপ্নের প্রতিচ্ছবি সারা বছরের শ্রম, অপেক্ষা আর প্রার্থনার ফসল।ভোরবেলায় দেখা যায়, কৃষকেরা দল বেঁধে মাঠে যাচ্ছে। কারও হাতে কাঁচি, কারও কাঁধে ধানের গামলা। কেউ হাসছে, কেউ গাইছে ধান কাটার গান এর সুরে ভরে যায় গ্রামের বাতাস। মাঠে মাঠে চলছে পাকা ধান কাটার ব্যস্ততা, নারীরা পাশে দাঁড়িয়ে বেঁধে দিচ্ছে আঁটি।
সূর্যের আলো পড়তেই ঝলমল করে ওঠে সেই সোনালি শীষগুলো, যেন প্রকৃতি নিজেই আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছে।ধান কাটার পর শুরু হয় মাড়াই, শুকানো আর সংরক্ষণের কাজ। উঠানে বিছানো হয় ধান, শিশুরা আনন্দে লাফিয়ে লাফিয়ে খেলছে তার চারপাশে। বৃদ্ধ কৃষকের মুখে তখন এক তৃপ্তির হাসি এবার ঘরে ধান উঠেছে, না খেয়ে থাকতে হবে না।” এই হাসিটাই প্রকৃত সাফল্যের প্রতীক।
গ্রামের নারীরাও কম ব্যস্ত নয়। তারা ধান ঝাড়ছে, চাল বাছছে, পিঠা তৈরির পরিকল্পনা করছে। ফসলের ঘ্রাণে ভরে যায় ঘরবাড়ি, আর সন্ধ্যা নামলে শোনা যায় ঢেঁকি পেটানোর মৃদু আওয়াজ। এই ধান কাটার মৌসুমে গ্রাম যেন বেঁচে ওঠে নতুন প্রাণে, নতুন আশায়।আমন ধান শুধু একটি ফসল নয়; এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনধারার প্রতীক। এই ধানই মানুষের মুখে হাসি ফোটায়, শিশুদের পেট ভরে, জাতির খাদ্যনিরাপত্তার ভিত্তি গড়ে তোলে।
তাই কৃষক যখন মাঠে দাঁড়িয়ে বলে, এই ধান আমার সোনার ধান, তখন সেই কথার ভেতরে থাকে অগণিত কষ্ট, কিন্তু তার চেয়ে অনেক বেশি গর্ব ও ভালোবাসা।বাংলার প্রতিটি ফসলের মৌসুম যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক পবিত্র সম্পর্কের প্রকাশ। মাঠে মাঠে পাকা ধান দুলছে, আর কৃষকের মুখে ফুটে উঠছে সেই চিরচেনা সোনালি হাসি যা এই দেশের প্রাণ, এই মাটির আসল সৌন্দর্য। 🌾
সবাইকে ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness









X promotion
Reply tweet
2.https://x.com/Riyadx2P/status/1979345191371956421?s=19
Quite tweet