সকালের আলোয় আমার বাড়ির পিছনের প্রকৃতি ও নদী

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের নদীর ধারে দৃশ্য নিয়ে,


গতকাল সকালে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। আমার ঘরের পিছনে যে নদীটা আছে, সেদিকে চোখ গেল। সকালে আলোটা মিষ্টি ছিল, বাতাসটাও ঠান্ডা। এই নদীটাকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়।

IMG_20251114_063246.jpg

​নদীটা খুব চওড়া নয়, মোটামুটি। সবসময় অল্প অল্প জল বয়ে যায়। এখন নদীর পুরো জলটাই পানার চাদরে ঢাকা। পানা মানে হলো সবুজ ছোট ছোট পাতা, যা জলের উপর ভেসে থাকে। পুরো নদীটা এখন ঘন সবুজ দেখাচ্ছে।

এই পানার মাঝেই অনেক ছোট ছোট বেগুনি রঙের ফুল ফুটে আছে। আমরা এদের পানা ফুল বলি। দেখতে এত সুন্দর লাগে যেন সবুজ রঙের কার্পেটের ওপর কেউ বেগুনি পুঁতি ছড়িয়ে দিয়েছে।

​নদীর ধারে অনেক রকম ছোট গাছ আর ঝোপ আছে। পাতাগুলো একটু বাতাস লাগলেই নড়ে ওঠে। নদীর এই পাড়ে আমরা ছোটবেলায় খেলতাম, এখন আর কেউ তেমন যায় না। পাড়ের মাটিটা একটু ভেজা আর নরম।

​দেখলাম, নদীর জলে দুটো সাদা বক একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। নড়ছে না, যেন ঘুমোচ্ছে। ওরা হয়তো মাছ ধরবে বলে অপেক্ষা করছে। আমাদের এখানকার পশুপাখিদের জন্য এই নদীটাই যেন তাদের ঘর। এমন শান্ত দৃশ্য দেখলে মনটা ভরে যায়। মনে হয় এই নদীটা শুধু একটা জলধারা নয়, এটা একটা ছোট্ট আলাদা দুনিয়া। এখানকার সব কিছু খুব শান্তিতে চলছে।

IMG_20251114_063300.jpg

​নদীর জল যখন বয়ে যায়, তখন একটা হালকা শব্দ হয়। খুব জোরে নয়, কিন্তু শুনতে খুব আরাম লাগে। এই শব্দটা শুনলে যেন মাথার সব চিন্তা কিছুক্ষণের জন্য থেমে যায়। আমাদের আশেপাশে আরও কিছু বাড়ি আছে, কিন্তু এই নদীর জন্যই আমাদের এলাকাটা একটু অন্যরকম লাগে। বাতাসটা সবসময় একটু ভেজা আর ঠান্ডা থাকে।

​দিনের এই সময়টায় নদীটা আরও বেশি সুন্দর লাগে। সূর্যের আলো পানার ওপর আর পানা ফুলের ওপর পড়ে। তখন ফুলগুলোর রং আরও উজ্জ্বল লাগে। এই নদীটা দেখলে একটা কথা মনে হয়—জীবনও এর মতো। স্থির না হয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার।

​আমি এই সুন্দর দৃশ্যটা ডায়েরিতে লিখে রাখলাম, যাতে এই সহজ আর সুন্দর অনুভূতিটা মনে থাকে। মনে হলো যেন আমি নিজের হাতে এই সব কিছু ছুঁয়ে দেখলাম, আর আমার মনটা শান্ত হলো।

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.