প্রফেশনাল দুটি ডিভাইসের সাথে পরিচয় || 10% Beneficiaries @shy-fox
☆আসসালামুয়ালাইকুম☆
☆আসসালামুয়ালাইকুম☆
⌱ আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
⌱
আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
➜
আজ আবার নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি ২টি ডিভাইস এর সাথে আপনাদের পরিচয় করাবো। আশা করি ভালো লাগবে।
↘️ চলুন তাহলে শুরু করা যাক↙️
↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️- এই দুটি ডিভাইস আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। এই দুটি ডিভাইস দিয়ে রোবোটিক কাজ সহ আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়।
- এই ডিভাইসটির নাম ESP8266 বা NodeMCU.
এই ডিভাইসে রয়েছে (WIFI) সুবিধা । ওয়াইফাই এর মাধ্যমে এই ডিভাইসটি বিভিন্ন ভাবে কন্ট্রোল করা হয়ে থাকে.
এটি দিয়ে (wifi-repeater) ,(wifi-jammer), এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা যায়।
- এই ডিভাইসটি হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন ।
এটি (Arduino) এর ছোটভাই (Arduino Nano) । Arduino আর Arduino Nano দুটির কাজ একই রকম । শুধু সাইজে ছোট বড় ,আর ic তে একটু পরিবর্তন রয়েছে ।
সকল ধরনের রোবটিক কাজে এটি ব্যবহার হয়ে থাকে। তাই আমার মনে হয় এর গুরুত্ব অপরিসীম।
- এই দুটি ডিভাইস আমার কাছে খুব প্রিয় একটি ডিভাইস । এটির কাজ বলে শেষ করা যাবে না।
এই দুটি ডিভাইস দিয়ে নতুন নতুন কিছু প্রোজেক্ট নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো।
আজ শুধু এই ডিভাইস দুটির সাথে পরিচয় করালাম।
⌱
আমার বাংলা ব্লগ (কমিউনিটি) আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।
"আল্লাহ হাফেজ"
"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"











যন্ত্রপাতির সম্বন্ধে আপনার তো বেশ ভালো ধারণা। অল্প বয়সে বিভিন্ন ব্যাপারে আপনি বেশ ভালো দক্ষতা অর্জন করেছেন। এইগুলো দিয়ে আপনি কি বানান সেটা দেখার অপেক্ষায় থাকলাম। তবে এই যন্ত্রটি আমার কাছে পরিচিত না। আপনার পোস্টের কোয়ালিটি বরাবরই ভালো হয়। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ... আমার পোস্টটি পরে আমাকে এভাবে উৎসাহিত করার জন্য.... আপনার কমেন্ট পরে আমি সত্যি খুব আনন্দিত ভাইয়া যা ভাষায় প্রকাশ করা যাবে না...তার পরেও বলি ভাইয়া ভালোবাসা অবিরাম।🥰🥰❤️❤️
এই ডিভাইস গুলো দিয়ে কি কি করা যায় তার ভিডিও আমি খুব শীঘ্রই আনবো ভাইয়া....তার পর নিশ্চয়ই জানতে পারবেন এগুলো দিয়ে কি কি করা সম্ভব।।।।
আপনার ইলেকট্রনিক্স ডিভাইস এর প্রতি অনেক অভিজ্ঞতা রয়েছে দেখছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিত্য নতুন ন কিছু উপহার আমাদেরকে দিবেন এটাই আশাবাদ ব্যক্ত করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হুম ভাইয়া ....এসব বিষয়ে আমাকে এতোটা উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ....আর এসব বিষয়ে আমি এভাবে আপনাদের সাপোর্ট পাবো ভাবতে পারিনি.... সত্যি আমি অনেক আনন্দিত। ভালোবাসা অবিরাম ভাইয়া....❤️❤️🥰🥰
অনেক সুন্দর লিখেছো ভাই।
আপনার ইলেকট্রনিক্স ডিভাইস এর প্রতি অনেক অভিজ্ঞতা রয়েছে। আপনার জন্য শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহিত করার জন্য ... ভালোবাসা অবিরাম ভাইয়া..❤️❤️🥰🥰
এই দুইটা ডিভাইস সেমিকন্ডাকটার দিয়ে তৈরি। সম্ভবত সিলিকন বা জার্মেনিয়াম। তোমার দেখছি এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা আছে। খুব ভালো । এগিয়ে যাও।।
হুম ভাইয়া ,,কিছুটা ধারনা আছে....তবে বেশি না..... ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য....❤️❤️
লেগে থাক।
হুম ভাইয়া অবশ্যই...❤️❤️
🙂
তেমন কিছুই বুঝতে পারেনি কারণ পুরোটা মাথার উপর দিয়ে গেছে। তবে মনে হয়েছে ডিভাইস দুটি খুবই দরকারী এবং ইলেকট্রনিক্সের অনেক গুরুত্বপূর্ণ দুটি ডিভাইস। ধন্যবাদ শেয়ার করার জন্য
হুম ভাইয়া দুটি ডিভাইসের মধ্যে Arduino টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।। এসব বিষয়ে খুব তাড়াতাড়ি পোস্ট করবো ভাইয়া.... তারপর সব মাথার ভিতর দিয়ে যাবে আসা করি ভাইয়া....😅😅
ধন্যবাদ ভাইয়া আপনাকে....❤️❤️❤️🥰🥰🥰
আপনার পোস্টটা পড়ে আমার খুবই ভালো লেগেছে এবং নতুন দুইটা জিনিসের সাথে পরিচিত হলাম, এবং নতুন দুইটা জিনিস সম্পর্কে জানতে পারলাম। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
হুম ধন্যবাদ ভাইয়া আপনাকে... পোস্টটি দেখার জন্য.. শুভ কামনা রইল ভাইয়া ❤️🥰
ছোট ভাই অনেক অল্প বয়সে আপনি এই সমস্ত সফটওয়্যার ব্যাপার বা আনুষাঙ্গিক যা কিছু আছে সেগুলোতে ভালো জ্ঞান রাখেন যদি এই বিষয়গুলো নিয়ে সবসময় চর্চার উপর থাকেন আশা করি অনেক ভাল কিছু হবে আপনার দ্বারা
তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, পোস্টটি দেখে তোমার এত সুন্দর মূল্যবান মতামত দেওয়ার জন্য....❤️🥰
ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🥰🥰🌷🌷