Binance অনাকাঙ্খিত ভুলের শিকার
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-১২-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি Binance অনাকাঙ্খিত ভুলের শিকার। আসলে আমার এক বন্ধু আমার কাছে কিছু টাকা চেয়েছিল যেহেতু আমার কাছে টাকা ছিল না তাই আমি তাকে স্টিম দিতে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম Binance pay ID পাঠাতে বলেছিলাম। কিন্তু আমার বন্ধু আমার কাছে পাঠিয়েছিল Steem memo ID আসলে আমি তাকে ভুল বলেছিলাম কি সে আমাকে ভুল পাঠিয়েছিল এটা ধারণার বাইরে আমার তবে সেই মুহূর্তে আমি একটা গ্রুপ কলে ছিলাম তাই এত কিছু না দেখে না ভেবে তার দেওয়া ঠিকানায় আমি ৫০০ steem পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে তাকে আমি স্ক্রিনশট পাঠিয়েছিলাম সে সেই সময় আমার সাথে কোন রেসপন্স করি। প্রায় কয়েক ঘণ্টা পরে আমাকে জানিয়ে ছিল যে তার কাছে এখনো ফান্ড গিয়ে পৌঁছায়নি। তারপরে আমি দেখতে বললাম যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি।
![]() | ![]() | ![]() |
|---|
আমার বন্ধু আমাকে প্রায় কয়েক ঘণ্টার পর জানিয়েছিল এখনো তার কাছে steem গিয়ে পৌঁছায়নি। তখন আমি আমার ওয়ালেট চেক করলাম আমার ওয়ালেট থেকে ট্রান্সফার হয়ে গেছে। তখনই আমি Binance সাপোর্ট টিকিট ক্রিয়েট করে সেখানে কথা বলেছিলাম। আসলে তাদের সাথে আমি প্রায় আধা ঘন্টার উপরে কথা বলেছিলাম তারা আমাকে সমাধান দেওয়ার চেষ্টা করেছিল। তাদের পক্ষ থেকে আমার কাছে কিছু প্রশ্ন করা হয়েছিল সেই সকল প্রশ্নগুলো আমি খুবই সুন্দর ভাবে স্ক্রিনশটের মাধ্যমে পোষ্টের মধ্যে তুলে ধরছি। আসলে অনেক কষ্টের ইনকাম ছিল steem গুলো। মাত্র এক ক্লিকেই আমার ফান্ড হারিয়ে ফেললাম। যখন দেখলাম যে আমার ফান্ড হারিয়ে গেছে সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম কারণ এই steem গুলো ব্লগিং করে ইনকাম করা। আসলে ব্লগিং করে steem ইনকাম করে কতটা কষ্ট হয় যারা ব্লগিং করে তারাই বুঝতে পারে। তবে আমি এখন পর্যন্ত চেষ্টা করছি Binance সাপোর্ট টিকিটে কথা বলে আমার ফান্ড উদ্ধার করার জন্য।
![]() | ![]() | ![]() |
|---|
আমি আমার সমস্ত ডকুমেন্ট যখন Binance সাপোর্ট টিকিটে সাবমিট করেছিলাম তারা আমাকে সর্বোচ্চ চেষ্টা করেছিল সহযোগিতা করার। তবে তারা আমাকে অবশেষে জানায় আপনি যেই ঠিকানায় আপনার ফান্ড পাঠিয়েছেন সেটা একজন Binance ইউজারের কাছে চলে গিয়েছে তাই আমরা আপনার কাছ থেকে ১৪ দিন সময় চাচ্ছি এর মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আপনি অপেক্ষায় থেকে আমাদের সাথে সহযোগিতা করুন। আসলে এটা সম্পূর্ণ ভুল ছিল আমার। আসলে আমি এখানে আমার বন্ধুর ভুল বলব না আমার নিজের ভুলটাই বেশি ছিল। কারন আমার নিজের একবার উচিত ছিল পাঠানোর আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করা সে যেটা পাঠিয়েছিল আমি সেখানেই সবকিছু ফান্ড পাঠায় দিয়েছি। যেহেতু নিজের অনেক কষ্টে ইনকাম করছিলাম steem গুলো তাই খুবই খারাপ লাগছে।
![]() | ![]() |
|---|
শেষ পর্যন্ত টিকিট থেকে আমাকে আপডেট দেওয়া হয়েছে আপনি যে Binance ইজার এর কাছে ফান্ড পাঠিয়েছেন আমরা তার সাথে অতি দ্রুত যোগাযোগ করে আপনার ফান্ড ফেরত নেওয়ার চেষ্টা করছি । তবে এই ফান্ড যদি তারা ফেরত না পায় তাহলে আমার ফান্ড ফেরত না পাওয়ার সম্ভাবনা ৯৯% । আবার শেষ মুহূর্তে আমাকে টিকিটটা বলা হয়েছে আপনি টিকিট ক্লোজ করবেন না আপনার কেস যতক্ষণ আমরা সল্ভ না করতে পারছি। আমি আশা করি এই ভুলের স্বীকার আপনারা যেন আর কেউ কখনো না হন। মানুষ মাত্রই ভুল এরকম ছোটখাটো একটু ভুল হতেই পারে আবারো ঘুরে দাঁড়াতে হবে আশা করি ভবিষ্যতে আর এরকম ভুল হবে না। আমি চাই আপনারা সকলে একটু সতর্কভাবে কিপ্ট ট্রান্সফার করবেন, না হলে ফান্ড আমার মত নষ্ট হতে পারে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
















Hi @kibreay001
This my video content on IPFS is missed upvote by @booming03 profile:
https://speem.watch/p/do2earn/or-2025-12-07-or-fa-kr
Please check it & resolve this issue.
Best Regards
Mehdi Q.
Do2Earn Community
আপনার ইপুশ ব্যালেন্স নেই, দ্রুত ইপুশ ব্যালেন্স রিচার্জ করে নেয়ার অনুরোধ করা হলো। ধন্যবাদ
ধন্যবাদ ভাই বিষয়টা আমাকে জানানোর জন্য। আমি অতি দ্রুত PUSS ডিপোজিট করার চেষ্টা করছি।
https://x.com/i/status/1998704221613428802
https://x.com/i/status/1998704324256690316
https://x.com/i/status/1998706580892844199
https://x.com/i/status/1998706919331254511