কেনাকাটা করার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কেনাকাটা করার মূহুর্ত

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। যাইহোক গতকাল গিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। সত্যি বলতে কিনতে আমরা সবাই পছন্দ করি। তবে কিনতে হলে টাকার প্রয়োজন। যাইহোক টাকা লাগলেও প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে হয় আরকি। গতকাল মেয়ের স্কুলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে মার্কেটে গিয়েছিলাম। আসলে মেয়ের জন্য ড্রেস বানাতে দিয়েছি।তাই ভাবলাম একটা সুয়েটার কিনব।আসলে ড্রেসের সাথে সুয়েটার কেনা বাধ্যতামূলক।
আমরা চলে গিয়েছিলাম সোজা চলে গিয়েছিলাম মার্কেটে । তারপর কয়েকটি দোকান ঘুরে অনেক কিছু দেখলাম। আসলে বর্তমান সব কিছুর দাম। যাইহোক দাম হলেও কি প্রয়োজনীয় জিনিস কিনতে হয়। তারপর কয়েক দোকান ঘুরে দেখলাম। আসলে বাচ্চাদের সাইজ পাওয়া কষ্টকর। আর আমার মেয়েটা হচ্ছে লম্বা তবে চিকন।তাই সাইজ খুঁজতে ঝামেলা। বিশেষ করে লম্বায় হলেও হাতা খাটো হয়ে যায়। এভাবে কয়েকটি দোকান ঘুরে একটা সাইজ পেলাম।

তারপর এই সাইজটা ঠিক ছিল। কিন্তু দাম একটু বেশি চাই। তারপর কি আর করা অবশেষে ৫০০ টাকা দিয়ে একটা সুয়েটার কিনলাম। যাইহোক পছন্দ অনুযায়ী কিনতে পেরে অনেক ভালো লেগেছিল।
তারপর গিয়েছিলাম একটা ব্যাগ কেনার জন্য। সত্যি বলতে ব্যাগ পছন্দ করা অনেক কষ্টকর। আর পছন্দ অনুযায়ী কিনতে চাইলে দামটা একটু বেশি লাগে। যাইহোক কয়েক দোকান ঘুরে দেখলাম ব্যাগ গুলো। তবে ব্যাগ গুলো পছন্দ হলেও কিনতে পারিনি।আসলে হাজারের নিচে কোন ব্যাগ নেই। তারপর আমার জা পনেরোশত টাকা দিয়ে একটা ব্যাগ কিনলো।তবে আমি পছন্দ করেছি কিন্তু কিনিনি।

অবশেষে আমরা গিয়েছিলাম কিছু থান কাপড় কেনার জন্য। তারপর একটা দোকান থেকে বেশ কিছু থান কাপড় পছন্দ হলো।তাই কিছু থান কাপড় কিনা হলো।যাইহোক প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে পেরে অনেক ভালো লাগলো।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।










https://x.com/i/status/200093315470267208
https://x.com/i/status/200093440870310719