সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যাচ্ছে মধুর সম্পর্কগুলো।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত আমরা কেউ না কেউ ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে সময় কাটাই। আগে যেখানে মানুষের সম্পর্ক গড়ে উঠত সামনাসামনি কথা বলা, দেখা করা বা সময় কাটানোর মাধ্যমে, এখন সেখানে সম্পর্ক গড়ে ওঠে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো বাটনের মাধ্যমেই। কিন্তু এই সহজ যোগাযোগের যুগে প্রশ্ন জাগে আমরা কি সত্যিই কাছাকাছি এসেছি, নাকি আরও দূরে সরে যাচ্ছি?
সোশ্যাল মিডিয়া আমাদের যুক্ত করেছে, কিন্তু একই সঙ্গে আমাদের আলাদা করেও ফেলেছে। আগে বন্ধুরা একসাথে বসে গল্প করত, চায়ের দোকানে আড্ডা দিত, মাঠে খেলত বা বই নিয়ে আলোচনা করত। এখন সবাই নিজের নিজের মোবাইল ফোনে ব্যস্ত। পাশে বসা বন্ধুর চেয়ে দূরের কোনো অনলাইন বন্ধুর পোস্টে বেশি মনোযোগ দিই আমরা। ফলে বাস্তব জীবনের সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পারিবারিক সম্পর্কে। একসময় পরিবারের সবাই একসাথে বসে গল্প করত, একসাথে খেত, হাসত। এখন ডাইনিং টেবিলেও মোবাইল ফোনের আলো জ্বলে। বাবা-মা, ভাই-বোন, সন্তান সবাই যেন নিজের ভার্চুয়াল জগতে বন্দী। পরস্পরের মধ্যে বোঝাপড়া কমে যাচ্ছে, ভালোবাসার জায়গা নিচ্ছে অনলাইন মনোযোগ।
বন্ধুত্ব ও প্রেমের ক্ষেত্রেও একই অবস্থা। অনলাইনে হাজার হাজার বন্ধুর তালিকা থাকলেও, বিপদের সময় পাশে থাকার মতো বাস্তব বন্ধুর সংখ্যা হাতে গোনা। অনেক সময় সম্পর্ক তৈরি হয় লাইক, রিয়্যাকশন আর কমেন্ট এর মাধ্যমে, কিন্তু যখন সত্যিকারের সহানুভূতি বা সমর্থন দরকার হয়, তখন দেখা যায় কেউ নেই। ভার্চুয়াল ভালোবাসা হয়তো মিষ্টি মনে হয়, কিন্তু তার ভেতরে বাস্তবতার স্পর্শ থাকে না।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। অন্যের সাজানো সুন্দর জীবনের ছবি দেখে আমরা নিজের জীবনের প্রতি হতাশ হয়ে পড়ি। কে কোথায় ঘুরছে, কে কী কিনছে, কে কত সুন্দর লাগছে এই তুলনা করতে করতেই আমরা নিজের সুখ হারিয়ে ফেলি। ফলে মানুষের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়, যা সম্পর্কের উষ্ণতা কেড়ে নেয়।
তবে সব দিকই নেতিবাচক নয়। সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সুবিধাও দিয়েছে দূরের প্রিয়জনের সাথে যোগাযোগ রাখা, নতুন বন্ধুত্ব তৈরি করা, জ্ঞান ও তথ্যের আদান-প্রদান করা। কিন্তু সমস্যা হয় তখনই, যখন ভার্চুয়াল দুনিয়া বাস্তব জীবনের জায়গা দখল করে নেয়।
অতএব, প্রয়োজন ভারসাম্য। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো, কিন্তু সেটি যেন আমাদের বাস্তব সম্পর্ককে দুর্বল না করে। বন্ধুর সাথে দেখা করার সময় ফোনটা একটু পাশে রাখি, পরিবারের সাথে সময় কাটানোর সময় স্ক্রিনের দিকে না তাকাই। কারণ, ভালোবাসা, বন্ধুত্ব আর মানবিক সম্পর্কের আসল উষ্ণতা কখনও স্ক্রিনে পাওয়া যায় না সেটা পাওয়া যায় একটুখানি হাসিতে, একটুখানি মনোযোগে, আর একসাথে সময় কাটানোর আনন্দে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















