জেনারেল রাইটিং - জনমত

in আমার বাংলা ব্লগ14 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব, যার মূল বিষয়বস্তু হচ্ছে, জনমত।


freedom-of-speech-7239366_1280.jpg

Image by Markus Winkler from Pixabay

বলা হয়, নানা মুনির নানা মত। সৃষ্টি জগতে প্রাণীদের মধ্যে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা করার ক্ষমতা অন্যদের চেয়ে বেশি। এজন্য যেকোন বিষয়ে মানুষ বুদ্ধি খাটায়, জ্ঞানের দক্ষতা দেখায়, বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। এভাবেই যে কোন বিষয়ে সবারই একটা মতামত থাকে। যেহেতু মতামত জনগণের, তাই একে বলা হয় জনমত।

বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ইস্যুতে এক এক মানুষের একেক রকমের মতামত থাকে। এর কারণ কি? কেন এমন হয়? কেন একেক রকম মানুষের একেক রকমের মতামত হয়? কেন কেউ স্রোতের বিপরীতে গিয়ে মতামত দিয়ে থাকে?

আসলে, একেক মানুষের বিবেচনা করার ধরন একেক রকমের। একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম। সবারই একটা নিজস্ব দর্শন থাকে, আদর্শ থাকে। সবাই সবার আদর্শ, দর্শনের জায়গা থেকে চিন্তা করেন। সেই চিন্তা থেকেই তারা মতামত জাহির করেন। কোন প্রেক্ষাপটে তার আদর্শ এবং দর্শনের উপর ভিত্তি করে তারা মতামত দিয়ে থাকেন।

আদর্শিক দ্বন্দ্বের কারনে সৃষ্টি হয় মতবিরোধ। আদর্শিক দ্বন্দ্ব এমনই গভীর যে, এতে মতামত প্রদানের চেয়ে আরও গভীর দিকে মোড় নেয়। শাসকের সিংহাসন পর্যন্ত নড়িয়ে দিতে সক্ষম এই দ্বন্দ্ব।

যাইহোক, আমি সম্ভবত মূল পয়েন্ট থেকে অনেক দূরে চলে গিয়েছি। যা বলছিলাম, যে কোন বিষয়ে আমরা মতামত দিয়ে থাকি। সেটা কখনও কোন বিষয়ের পক্ষে হয়, কখনও সেটার বিপক্ষে হয়৷ এভাবেই কোন ইস্যুতে আলোচনা - পর্যালোচনা হয়৷ মতামত যখন জোরালো হয়, তখন এমনও হয়, শাসক পর্যন্ত তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।

তবে, আমাদের দেশে এখন এর অপচর্চাও শুরু হয়েছে কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে। তারা নিজেদের করা অসৎ কাজে জনগনের মতামত পক্ষে আনার জন্য ন্যারেটিভ উৎপন্ন করে। জনগণকে ভুল ব্যাখ্যা দেয়, ভুল ভাবে উপস্থাপন করে। তবে, এটা যে নতুন, তা কিন্তু নয়। সৃষ্টির শুরু থেকেই এমন ছিলো। মতাদর্শিক দ্বন্দ্ব ছিলো। নিজের মতের দিকে জনগণকে প্ররোচিত করার জন্য চাতুরতার আশ্রয় আগেও নেয়া হতো। তবে, মতামত প্রকাশ ছিলো, থাকবে। কোন ভাবেই এই অধিকার কেড়ে নেয়া উচিৎ নয়।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟