১ম ম্যাচে বাংলার হার!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। আপনারা যারা খেলাপ্রেমী মানুষ আছেন তারা নিশ্চয় খেলাধুলার খবর রাখেন নিয়মিত! বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার সিরিজ চলছে। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। ২-১ ব্যবধানে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিততে পেরেছিল। তো ওয়ানডে এর পর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ! ত টি-টোয়েন্টিতে ওয়েস্টইন্ডিজ অনেকটা এগিয়ে থাকবে। কারণ পাওয়ার হিটিং এ ওয়েস্টইন্ডিজ সেরা। বিশ্বমানের পাওয়ার হিটার রয়েছে তাদের টিমে। তবে বাংলাদেশরও সাম্প্রতিক পারফর্মেন্স ভালো কারণ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আফগানিস্তান এর সাথে। সেদিক দিয়ে বাংলাদেশ অনেকটা আত্মবিশ্বাসী!
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ! ওপেনিং নামে আথানজে এবং কিং! দুজনই ভালো ব্যাটিং করে। তো ওয়েস্ট ইন্ডিজের শুরুটা দারুণ হয়! পাওয়ার প্লে তে তাদের কোনো উইকেট পরেনি। ব্যাটিং পিচ দেখে মনে হচ্ছিল পেসাররা অনেক ভালো বল করবে। ওয়েস্টইন্ডিজ এর দলীয় সংগ্রহ যখন ৫৯ রান তখন আথানজে আউট হয়ে সাজঘরে ফেরে। ব্রেক থ্রো এনে দেয় রিশাদ ! তারপর ব্যাটিং এ নামে সেই হোপ! ক্যাপ্টেন এর সাম্প্রতিক পারফর্মেন্সবেশ ভালো যাচ্ছে। কিং কে সাথে নিয়ে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে। কিন্তু তাসকিনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরে। তারপর মাঠে আসে রাদারফোর্ড।
তাসকিনের পরের বলেই সে আউট হয়ে সাজঘরে চলে যায়। তারপর মাঠে আসে পাওয়েল। শুরুর দিকে দেখেশুনে খেলতে থাকে। সেই হোপ ও পাওয়েল দুজন মিলে দেখেশুনে খেলতে থাকে। শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করে। তবে সেই হোপ রিশাদের ওভারগুলোতে একটু এগ্রেসিভই ছিল বেশি। শেষের দিকে পাওয়েল ঝড়ো ব্যাটিং শুরু করে দেয়। শেষের ওভারে একের পর এক ছক্কা মেরে ভালো একটা রান সংগ্রহ করে তারা। ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়! তো এ রান চেইস করা সহজই বলা যায়। তবে দেখার বিষয় হলো বাংলাদেশ ব্যাটিং কিভাবে করে!
শুরুতেই ব্যাটিংএ নামে তামিম ও সাইফ! দুজনের শুরুটা দারুণ হয়। তবে ১৬ রান যখন তখন তামিম আউট হয়ে যায়। অসাধারণ একটা ক্যাচ নেয় নয়তে তামিম আউটহতো না। তারপর মাঠে আসে লিটন। লিটন নামার করে সাইফ একটু দেখেশুনে খেলতে থাকে। তবে লিটন আকিলের বলে ক্যাচ দিয়ে দেয়। তারপর মাঠে আসে হৃদয়। হৃদয় নামার পরে সাইফ হাসান আউট হয়ে যায়! তারপর মাঠে আসে নুরুল হাসান। একটা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করে। তবে সেটাও ব্যর্থ হয়! নুরুল হাসান সোহানও আউট হয়ে যায়। ৫৭ রানেই পাচঁটা উইকেট চলে যায়। তোখেলা দেখেমনে হচ্ছিল বাংলাদেশ আর জিততে পারবে না। কারণ মিডল অর্ডারের সবাই আউট হয়ে যায়। তবে শেষের দিকে তানজিম সাকিবের ৩৩ রান ও নাসুমের ২০ রানের সুবাধে বাংলা সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।







বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আমি পুরোটাই উপভোগ করছি।তবে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরুতে খেলছিল আমি আগে থেকেই মনে করছি যে বাংলাদেশ এটা জিততে পারবে না।যাইহোক বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।