The Diary Game Season 2: August 06, 2020 বিনা মেঘে বজ্রপাত
হটাৎ ফোন বেজে উঠলো ক্লিং ক্লিং। ফোন পকেট থেকে বার করেই দেখি স্কিনে মা নামটা ভাষছে। ফোনটা রিসিভ করেই ওপাশ থেকে ভাঙ্গা ভাঙ্গা গলায় যা শুনলাম তা শুনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
সোজা বাসায় রওনা দিলাম। মা'কে প্রস্তুত হতে বলে নিজেও প্রস্তুত হয়ে বার হয়ে গেলাম বাস স্ট্যান্ড এর উদ্দেশ্যে। সোজা পার্বতীপুরের বাস উঠে পরলাম। এদিকে যেন রাস্তা শেষেই হচ্ছে না। বিপদের রাস্থা নাকি বড় হয়ে যায়। সহজে শেষ হতে চায় না। অবশেষে পার্বতীপুরের নামলাম। @sajibmolla17 ও রায়হান ভাইয়ের সহযোগিতায় ভ্যানে করে দীর্ঘ এক ঘন্টার পথ শেষে চলে আসলাম বছিবানিয়া হাট। পথিমধ্যে আবার বৃষ্টি ওভাবেই পলিথিন মাথায় দিয়েই সামনের দিকে আগালাম। ভ্যানে করে যাচ্ছিলাম রাস্তা অন্ধকার দুর থেকেই দেখা যাচ্ছে খালার বাড়িতে বাতি জ্বলছে। কিছু মানুষ দাড়িয়ে আছে কিছু মানুষ বসে আছে। বাসায় ঢুকতেই কান্নার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে গেছে।
পাঁচ বছরের ছোট বাবুটাকে সাদা কাপড়ে পেচায় খাটিয়ার মধ্যে শুয়ে রাখছে। আর চারিদিকে পুরুষ মহিলার ভীর। আমি আর ভীর ঠেলে একটু উঁকি দিয়েই আর তাকিয়ে থাকতে পারলাম না। একটু সাইডে এসে হাড়িয়ে গেলাম স্মৃতির পাতায়। এই তো পিচ্চি বাবুটা তার দাদা দাদীর সাথে প্রায় আসতো বাসায়। বুড়ির মত কথা বলতো। একটা চকলেট পেলেই মহা খুশি। অপেক্ষায় থাকতো কিছু আনছি কিনা। এসব ভাবতে ভাবতেই আবার হাড়িয়ে গেলাম আরেকটি স্মৃতির পাতায়। এক বছর এখনো হয়নি আমার এক মাত্র ২বছর ৭ মাসের ভাগনাকে হাঁড়িয়েছি। সবার মাঝে মায়া লাগিয়ে না ফেরার দেশে চলে গেছে ভাগনা। স্মৃতির পাতা গুলো আর না উল্টাই।
এক মুরব্বি অন্যদের ঘটনাটি খুলে বলছিল আমিও কান খারা করেই শুনছিলাম। দাদার সাথে নদীর পারে গিয়েছিল গোসল করতে। গোসল করা শেষ করে বাসায় নিয়ে আসে। পরক্ষনে আবার ছোট্ট ভাই ও বোন দুজনেই দাদাকে খুঁজতে আবার চলে যায় নদীর পারে। সেখানে খেলতে খেলতে ছোট্ট তাসফিয়া পানিতে পরে ভেষে যায়। ছোট ভাই চিৎকার চেচামেচিতে আশে পাশের লোকজন পানিতে নামে পরে। একে একে গ্রামের সবাই নদীতে নেমে পরে। প্রায় শ'পাঁচেক মানুষের খোঁজা খুঁজিতে মাইল খানেক দুরে গিয়ে তাকে উদ্ধার করা হয়। কিন্তু জীবিত না, মৃত উদ্ধার করে। সাথে সাথে হু হু করে কেঁদে উঠে বছিবানিয়া হাট, কেঁদে উঠে পুরো নদীর পার।
খুবই নির্মম এই ঘটনা লিখতে লিখতে চোখের কনে পানি জমা হয়ে যাচ্ছে। হাত ভারী হয়ে যাচ্ছে আর লিখতে পারছি না।
কালকের সকালটা প্রতিদিনের মত ভালো
কাটছিল। হাসি ঠাট্টা আর গল্প মসগুল, নাস্তা পানি আর আড্ডার উপরেই চলছিল। দিনের শেষটা এতো বেদনাদায়ক, এতো কষ্টদায়ক হবে কে জানতো।
এই তো সকালে আমার অফিসেই ছোট ভাইদের স্টিমিট সম্পর্কে বুঝাচ্ছিলাম। স্টিমিটের আইডি খুলে দিচ্ছিলাম। প্রতিদিনের মতোই নিজের কাজ কর্ম চালিয়ে যাচ্ছিলাম। কে জানত এমন দমকা হাওয়ায় কালো মেঘ নেমে আসে নিমিষেই সব লন্ডভন্ড করে দিবে😢
মহান আল্লাহ্ তায়ালা কখন কার মৃত্যু কিভাবে লিখে রেখেছে তা বলা খুব কঠিন। তাই আসুন ন্যায় ও সত্যের পথে থেকে চিরস্থায়ী জীবনের জন্য কিছু জমা করে রাখি।

I used to have a lot of fun every day reading your post but today in your post I am really sad I will pray that the baby is stale paradise. thank you
Thank you bro.... please pray for us.
মানুষ মানুষের জন্য৷ আমরা এখানে যারা কাজ সবাই একটি পরিবারের মত৷ আমরা সবসময় একজন আরেক জন এর বিপদে সাহায্য করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ্ ।। এটা আমাদের পরিবার।
আসলেই খুব দুঃখজনক বিষয়। মায়া, ভালবাসা এই জিনিসগুলো কখনোই ভুলা জায় না। চির অমলিন হয়ে থাকে।আমাদের প্রিয়োজোন দের আল্লাহ জান্নাত বাসি করুক। আমিন
আসলেই মায়া আর ভালোবাসা যেমন বাজার থেকে মূল্য দিয়ে কেনা যায় না। ঠিক তেমনি এই ভালোবাসা কখনো মুছেও ফেলা যায় না। মহান আল্লাহ্ সবার ভূলত্রূটি ক্ষমা করে সকলকে জান্নাত দান করুন। আমিন।
শুনে অনেক কষ্ট পেলাম।এই সময় গুলো অনেক কষ্টের হয়।আল্লাহ তায়ালা তোমাকে ধৈয ধরার ক্ষমতা দিক।আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে যেতে হবে। আমরা সবাই যেন মৃত্যু এর জন্য সবসময় প্রস্তুত থাকি।
আসলেই আমাদের সকলকে ছেড়ে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তাই আমাদের উচিত প্রস্তুতি নেওয়া। শেষ নিঃশ্বাসের আগে স্থানী জীবনের জন্য কিছু করা উচিত।
ভাইজান পুরো ব্লগটি পড়ে খুবই কষ্ট পেয়েছি।আমি বুঝতে পেরেছি আপনি কতটা কষ্ট করে লিখেছেন।আর আপনার সর্বশেষ লাইনটি আমার মন জয় করে নিয়েছে।আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক।(আমিন)
আমিন। ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য ।
I am sorry , that you have to face this kind of situation. All I want to RIP to little one. and again sorry for your loses.
Thanks for sharing your diary with us though your situation was not so cool,
#onepercent
#bangladesh
One day everyone will have to leave this world. But leaving this baby is very painful.
😔😔