Lifestyle by Steemit | Date :- 23/01/2026
Hello Everyone! আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন | আশা করি আপনারা সবাই ভালো আছেন | আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি | আজকে শেয়ার করবো আমার জীবনযাত্রা | এবং সারা দিন আমি কি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করবো | তো বেশি কথা না বলি শুরু করা যাক ----
আজকে হলো শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন | তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে ওঠি | ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাটি করি | হাটতে হাটতে চলে যায় আমাদের পুরাতন নদীর তীরে এবং একটা ব্রিজের উপর দাড়িয়ে একটা ছবি ওঠে আপনাদের দেখালাম | সকালে পাখির কিচিরমিচির ডাক এবং সুর্য উদয়টা দেখে অনেক ভালো লাগলো | প্রায় অনেক দিন পরে এই কাঠের ব্রিজে হাটতে আসলাম | তো একটু আড্ডা দিয়ে বাসায় চলে যায় | বাসায় আসার পর খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া শেষ করার পর একটু মাঠে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে | আমার ফোনে চার্জ ছিলো না তাই ছবি ওঠাইতে পারলাম | আজকে শুক্রবার দেখে আমার টিম মেম্বারাও ভিডিও করতে চাচ্ছিলো না | আমারও শরীর বেশি ভালো তাই আমি তাদের জোর করলাম না | মাঠ থেকে বাসায় এসে গোসল করে ১২টা ৪৫ মসজিদে যাই | নামাজ শেষ করে বাসায় আসলাম | বাসায় এসে খাওয়া দাওয়া করলাম | খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি | বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধু এবং ছোট ভাইদের সাথে আড্ডা দেই |
আমার বন্ধুরা ছবি উঠতে চাই না তাই ছোট ভাইদের নিয়ে একটা ছবি উঠি | বিকালে আসছিলাম সরিষা ফুল দেখতে | কিন্তুু এখন ফুল ঝড়ে দিয়ে সরিষার দানা হয়ে গেছে তাই পরিবেশটা মরা মরা লাগতাছে | একটু আড্ডা দিয়ে বিকালে একটু বাজারে যাই ঔষধ কিনার জন্য |
আমার কোলে হচ্ছে আমার ভাগিনা | আমার ভাগিনার অনেক ঠান্ডা লাগছে তারজন্য ঔষধ নিতে আসছি | তো দোকানে ভীর থাকার কারণে একটা ছবি তুলে ফেলাম | আর আমার ছোট ভাই এবং বন্ধু সহ আসছিলো | কিন্তুু তারা অনেক লাজুক | যাই হোক ঔষধ নিয়ে আসার পথে বন্ধু বলতাছে কিছু খাওয়া | তারপর আর কি
সামনে একটা দোকান থেকে পিয়াজু নিলাম আর হাটতে হাটতে খেয়ে ফেললাম | এই ছোট ছোট পিয়াজু গুলো খেতে অনেক মজাদার | আমাদের বাজারের সেরা পিয়াজু | তো বাজার থেকে বাড়ি আসলাম | বাড়ি আসতে সন্দ্যা হয়ে গেছে | আমার পরীক্ষা চলতাছে তাই বাইরে আড্ডা না দিয়ে সোজে বাসায় এসে পড়ি
বাসায় এসে পড়তে বসি | ২-৩ ঘন্টা পড়াশোনা করি | রবিবারে আমার পরীক্ষা আছে | সবাই আমার জন্য দোয়া করবেন | পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া শেষ করে steemit এ ব্লগ পোস্ট করি | অনেক কষ্ট করে ব্লগ পোস্ট করি সবাই সার্পোট করবেন | এভাবেই চলে গলো দিন
সবাইকে ধন্যবাদ আমার ব্লগ পোস্ট দেখার জন্য | আবার দেখা হবে আগামী কোনো পোস্টে

%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)