ডিজিটাল দোলনায় খেলা।

in Steem Space9 hours ago

Image cover

হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। ঘুরতে গিয়ে আমরা দোলনায় চড়েছিলাম। আগে তো এমনিতেই কাঠের দোলনা ছিল কিন্তু এটা একদম অন্যরকম কারেন্টে চলে। শুধুমাত্র সুইচ অন করলেই এই দোলনা টা ঘুরতে থাকে আবার সুইচ অফ করলে এই দোলনা টা বন্ধ হয়। এজন্য অনেকে এটাকে ডিজিটাল দোলনা বলে। তাই আজকে আমি আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটা শেয়ার করছি।

IPFS Video

Posted with Speem