কবিতা আবৃতি এবং কবিতা সম্পর্কে ছোটবেলার কিছু কথা
হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই কবিতাটির নাম হল হাট্টিমাটিম টিম যদিও এটা ছোট বাচ্চাদের কবিতা কিন্তু এটা অনেক স্মৃতিপূর্ণ ছোটবেলায় এই কবিতাটা কতবার পড়েছি এবং কত জায়গায় বলেছি সেটাই আজকে মনে পড়ছিল। কবিতাগুলো এখন আর সেভাবে পড়া হয় না আর এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা এসব কবিতা খুব একটা পড়তে দেখি না। এখন সবাই মোবাইলের মাধ্যমে অন্যান্য সব গানের কবিতা পড়ে কিন্তু এগুলো যে কত সুন্দর এবং কতটা রয়ে গেছে সেগুলো আগের ছেলে পেলে জানতে পারবে। এজন্য আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।
Posted with Speem

¡Hi friend!
#play
Video reviewed by speem videos watcher @luisito01