মেলা নিয়ে কিছু কথা ১৯/১২/২০২৫
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে গ্রামের ভিতর একটি মেলা সম্পর্কে কিছু কথা শেয়ার করব।
ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা।ফটোগ্রাফি আসলে হৃদয়ের ভাষা। এটি কেবল দৃশ্য নয়, স্মৃতি, আবেগ, গল্প, নিরবতা, স্থির সময়, অস্তিত্বের প্রমাণ, দৃষ্টিভঙ্গি, কল্পনা, সত্য, সৌন্দর্য এবং ক্ষণিকের চিরস্থায়িত্ব-কে চিরকালের জন্য আলোকচিত্রের ক্যানভাসে জমিয়ে রাখার শিল্প। ফটোগ্রাফি আসলে নিরবতা থেকেই কথা বলা। এটি চোখের সামনে যা আছে, তার চেয়েও বেশি কিছু তুলে ধরে — তুলে আনে ভালোবাসার দাগ, বিরহের ভার, হাসির অনুরণন, অশ্রুর ইতিহাস এবং আকাঙ্ক্ষার ছায়া। এটি শিল্পীর অন্তর্দৃষ্টির জানালা, যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখেন এবং নিজেকে দেখান। ফটোগ্রাফি হয়ে ওঠে অস্তিত্বের ডায়েরি, আত্মার আয়না এবং সময়ের সাক্ষী।
আমাদের গ্রামের পাশের গ্রামে একটি মেলা হচ্ছিল সেই মেলায় আমি এবং আমার কিছু বন্ধু গিয়েছিলাম । সেখানে গিয়ে দেখতে পেলাম যে একটি চরকিতে কয়েকজন ছোট ছোট মেয়ে চড়কিতে চড়ে ঘুরতাছে এবং একটি ছেলে তাদেরকে ঘুরাতে সাহায্য করছে। আমি এবং আমার বন্ধুরা মিলে আমরা সেটি কিছুক্ষণ দেখলাম। এবং অনুভব করলাম তাদের মনের আকাঙ্ক্ষা। তারা কত সুন্দর করে হাসতাছে । আসলে বাচ্চাদের মন খুব সুন্দর তারা অল্প কিছুতেই সন্তুষ্ট থাকে। ছোট ছোট বাচ্চারা আসলে তারা টাকা পয়সা চায় না তারা শুধু চায় ভালোবাসা।
তারপর আমরা আর একটু এগিয়ে দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন। যে বেলুনগুলোকে বিভিন্ন ধরনের আকৃতি দেয়া হয়েছে। সেলুনের আকৃতি দেয়া হয়েছে মাছের আবার কিছু আকৃতি দেওয়া হয়েছে হাঁসের ও আরো কিছু আকৃতি দেয়া হয়েছে বিমানের যা দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং কিছু বাচ্চারা সেগুলোকে কেনার জন্য খুব হাসাহাসি করছিল। সত্যি বলতে আমার কাছেও সেগুলো খুব দারুণ লেগেছিল ইচ্ছে করছিল সেগুলো নিতে।
সেই মেলাতে আমরা আরো দেখতে পেলাম অনেকগুলো দোকান। এক এক দোকানদার তারা তাদের দোকানে এক এক ধরনের খাবারের আয়োজন করেছে। অনেক মানুষ সেগুলো খাচ্ছে। আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ক্ষুধা লেগে আসে তখন আমরাও দোকান থেকে কিছু কিনে খেলাম। আসলে মেলা এমনই একটি জিনিস যেখানে মন খারাপ থাকলে গেলে মন এমনি ভালো হয়ে যায়। তাই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আমাদের মন ভরে গেল এবং আমরা বাড়িতে আসার আগে যখন আমাদের ক্ষুদা লেগে গেল তখন আমরা কিছু খেয়ে মেলা থেকে বাড়িতে রওনা হলাম। গ্রামের মেলাগুলো সত্যিই অনেক সুন্দর হয়ে থাকে কারণ গ্রাম এমনিতেই সবুজে ভরা থাকে। আবার যদি তার ভেতর মেলা বসে তাহলে সেটি আরো সুন্দর হয়ে ওঠে।
আমি মোঃ ওমর ফারুক , Steemit-এ আমার ব্যবহারকারীর নাম @faruk6090 । আমি একজন বাঙালি হিসেবে গর্বিত। Steemit কেবল আমার জন্য একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমার ভালোবাসার জায়গা। পড়া, লেখা, ব্লগিং, ফটোগ্রাফি, গান গাওয়া এবং ভ্রমণ আমার প্রিয় জিনিস। প্রতিটি কাজ আমাকে নতুন জীবনযাপন করতে শেখায়, এবং Steemit আমার এই সমস্ত শখ সকলের সামনে তুলে ধরার একটি দুর্দান্ত মাধ্যম।




Congratulations @faruk6090! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.
Thanks