সারাদিন মরিচ নিয়ে খুব ব্যস্ত সময় পার করলাম। তারিখ ২২/১২/২০২৫
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমাদের ক্ষেতের মরিচ তোলা এবং তা বাজারে নিয়ে যাওয়া সম্পর্কে কিছু কথা শেয়ার করব।
ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা।ফটোগ্রাফি আসলে হৃদয়ের ভাষা। এটি কেবল দৃশ্য নয়, স্মৃতি, আবেগ, গল্প, নিরবতা, স্থির সময়, অস্তিত্বের প্রমাণ, দৃষ্টিভঙ্গি, কল্পনা, সত্য, সৌন্দর্য এবং ক্ষণিকের চিরস্থায়িত্ব-কে চিরকালের জন্য আলোকচিত্রের ক্যানভাসে জমিয়ে রাখার শিল্প। ফটোগ্রাফি আসলে নিরবতা থেকেই কথা বলা। এটি চোখের সামনে যা আছে, তার চেয়েও বেশি কিছু তুলে ধরে — তুলে আনে ভালোবাসার দাগ, বিরহের ভার, হাসির অনুরণন, অশ্রুর ইতিহাস এবং আকাঙ্ক্ষার ছায়া। এটি শিল্পীর অন্তর্দৃষ্টির জানালা, যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখেন এবং নিজেকে দেখান। ফটোগ্রাফি হয়ে ওঠে অস্তিত্বের ডায়েরি, আত্মার আয়না এবং সময়ের সাক্ষী।
আজ আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম। কারণ আজ আমাদের মরিচ তোলার জন্য কিছু কামলা নিয়েছিলাম। তারা এই প্রচন্ড শীতের মধ্যেও সকাল নয়টার সময় আমাদের মরিচ খেতে হাজির হয় মরিচ তোলার জন্য। তারা এই শীতে অল্প কিছু টাকার জন্য সারাদিন মাঠে কাজ করে। তারা মরিচ তুলতেছিল আর আমি সেগুলো একটি ছোট বস্তায় ভরে তা বাড়িতে নিয়ে আসি। কারণ সেগুলো একটি বড় বস্তায় ভরতে হবে আর বড় বস্তা খেতে ভরে বাড়িতে আনা অসম্ভব তাই ছোট ছোট বস্তায় ভরে মাথায় করে বাড়িতে নিয়ে আসলাম।
বাড়িতে নিয়ে আসার পর সেগুলো একটি চটের ভিতর ঢেলে দিলাম। এভাবে করে কয়েক বস্তা এনে সেই চটের ভিতর ঢেলে দিলাম। কারণ সেই মরিচের ভিতর কিছু ময়লা ছিল সেগুলো মা এবং আমার বোন মিলে পরিষ্কার করল।
তারপর একটি ছোট বলে ভরে মরিচগুলো একটি বড় বস্তায় ভরলাম। এভাবে করে কয়েকটি বড় বস্তায় মরিচগুলো তুললাম। আবার মরিচ আনার জন্য খেতে চলে গেলাম এবং নিয়ে এসে সেই বড় বড় বস্তায় মরিচগুলো তুললাম। আমার এই কাজে আমার মা এবং আমার ছোট বোন সাহায্য করল।
তারপর সেই বস্তাগুলো ভর্তি করার পর বস্তার মুখগুলো ভালোভাবে সেলাই করে সেগুলো একটি অটোর ভিতরে তুললাম । কারণ সেগুলো বাজারের নিয়ে যেতে হবে। আর বাজারটি ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে। আমরা সেগুলো সেই অটোতে করে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলাম। যার ফলে আমি আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিন পাড়ি দিয়েছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ছবি নিয়ে। আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন ও আমার পোস্টটিতে সবাই লাইক দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন নতুন নতুন এসব ব্লগ আপনাদের উপহার দিতে পারি।
আমি মোঃ ওমর ফারুক , Steemit-এ আমার ব্যবহারকারীর নাম @faruk6090 । আমি একজন বাঙালি হিসেবে গর্বিত। Steemit কেবল আমার জন্য একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমার ভালোবাসার জায়গা। পড়া, লেখা, ব্লগিং, ফটোগ্রাফি, গান গাওয়া এবং ভ্রমণ আমার প্রিয় জিনিস। প্রতিটি কাজ আমাকে নতুন জীবনযাপন করতে শেখায়, এবং Steemit আমার এই সমস্ত শখ সকলের সামনে তুলে ধরার একটি দুর্দান্ত মাধ্যম।







.jpg)
Upvoted! Thank you for supporting witness @jswit.