গতকাল আমাদের নতুন টিউবওয়েল লাগানো নিয়ে ব্যস্ত সময় পার করলাম ৩০/১২/২০২৫
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমাদের নতুন একটি টিউবল লাগানো সম্পর্কে কিছু কথা শেয়ার করব।
ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা।ফটোগ্রাফি আসলে হৃদয়ের ভাষা। এটি কেবল দৃশ্য নয়, স্মৃতি, আবেগ, গল্প, নিরবতা, স্থির সময়, অস্তিত্বের প্রমাণ, দৃষ্টিভঙ্গি, কল্পনা, সত্য, সৌন্দর্য এবং ক্ষণিকের চিরস্থায়িত্ব-কে চিরকালের জন্য আলোকচিত্রের ক্যানভাসে জমিয়ে রাখার শিল্প। ফটোগ্রাফি আসলে নিরবতা থেকেই কথা বলা। এটি চোখের সামনে যা আছে, তার চেয়েও বেশি কিছু তুলে ধরে — তুলে আনে ভালোবাসার দাগ, বিরহের ভার, হাসির অনুরণন, অশ্রুর ইতিহাস এবং আকাঙ্ক্ষার ছায়া। এটি শিল্পীর অন্তর্দৃষ্টির জানালা, যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখেন এবং নিজেকে দেখান। ফটোগ্রাফি হয়ে ওঠে অস্তিত্বের ডায়েরি, আত্মার আয়না এবং সময়ের সাক্ষী।
গতকাল আমাদের নতুন একটি টিউবয়েল লাগানোর জন্য খুব ব্যস্ত সময় পার করলাম। কারণ নতুন একটি টিউবল লাগানোর জন্য নতুন একটি ডিপ করতে হয় বা বোরিং করতে হয়। একটা বোরিং করতে প্রায় ৬০ ফিট গভীরতা হয় আর এর জন্য খুব ভোরবেলা থেকেই বোরিং করার কাজ শুরু করতে হয়। খুব সকালবেলা দুইজন মিস্ত্রি এসে তারা প্রথমে একটি কোদাল দিয়ে একটি গর্ত করল। তারপর ওই গর্তে একটা পাইপ দিয়ে পানি দেওয়া হল।
![]() |
|---|
তারপর ওই পানি দেওয়া গর্তে দুজন বোরিং মিস্ত্রি তাদের কাজ শুরু করে দিলেন। তারা প্রথমে যে পাইপ দিয়ে কাজ শুরু শুরু করলেন তার উচ্চতা ছিল ৫ ফিট। তারা ৫ ফিট গর্ত করার পরপর নতুন করে আরেকটি পাইপ লাগিয়ে এভাবে কাজ করতে লাগলেন। আর তারা এভাবে ৬০ ফিট গর্ত করলেন।
![]() |
|---|
তারপর যখন গর্ত করার কাজ শেষ হলো তখন ওই গর্তে নতুন পাইপ ঢুকানো হলো। আর এক একটা পাইপ লম্বা ছিল ১৫ ফিট করে। তাই ১৫ ফিট পরপর একটা নতুন করে জোড়া দিতে হল। আর আর এভাবে তারা ওই গর্তে চারটি পাইপ ঢুকালেন
তারপর যখন পাইপ ঢুকানোর শেষ হলো এবং ভালো দিয়ে সেই গর্ত ভর্তি করার সময় নিজ থেকে পাইপ দিয়ে উপরে পানি বের হতে লাগলো। আমি তো সেই মুহূর্তে দেখে অবাক আমি তো সেই মুহূর্ত থেকে অবাক। এরপর কাজ সম্পূর্ণ হলে একটা পাইপ দিয়ে কাজ সম্পূর্ণ হলে একটা পাইপ দিয়ে ঘরের ভিতর ঘরের ভিতর নিয়ে গেলাম নিয়ে গেলাম। কারণ আমাদের টিউবয়েলটি ঘরের ভেতর ছিল ।
আমি মোঃ ওমর ফারুক , Steemit-এ আমার ব্যবহারকারীর নাম @faruk6090 । আমি একজন বাঙালি হিসেবে গর্বিত। Steemit কেবল আমার জন্য একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমার ভালোবাসার জায়গা। পড়া, লেখা, ব্লগিং, ফটোগ্রাফি, গান গাওয়া এবং ভ্রমণ আমার প্রিয় জিনিস। প্রতিটি কাজ আমাকে নতুন জীবনযাপন করতে শেখায়, এবং Steemit আমার এই সমস্ত শখ সকলের সামনে তুলে ধরার একটি দুর্দান্ত মাধ্যম।






.jpg)
Upvoted! Thank you for supporting witness @jswit.