My Steemit Award Nomination 2021

in #steemexclusive3 years ago

আমার স্টিমিট এওয়ার্ড এর নমিনেশনগুলো নিচে দেয়া হলোঃ


tdyZKgpV6mx1NVCEXkuevpjfKb9oEiMFbvg9mCA5gmgd7gRMgoLCd69aDASw9AwuTm6wpG6HqS7LFu11WxWukXWQ4MzvkhaAAnqBmqsTVCT6jnZiWPLNYydbMSCnGNTjEn8TWhoAKy57EQZap9n4zr2ajNvVoP71jTwxEesL3ihpxMkngEaKUJWTWfW79RQ (1).jpeg

Best contributor @rme.

আমি এই ব্লকচেইনে Best contributor এর জন্য @rme কে মনোনীত করছি। কারন আমার মতে তিনি #steemit ব্লকচেইনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন।

কেন আমি @rme কে মনোনীত করেছি

  • সে একজন কঠোর পরিশ্রমী ব্যাক্তি।
  • তিনি ব্যবহারকারীদের তাদের মানিব্যাগ তৈরি করতে সমর্থন ও উৎসাহিত করেন।
  • তিনি বিশাল পরিমান অর্থ এই #steemit প্লাটফর্মে ইনভেস্ট করেছেন যার কারনে ব্লকচেইনটির শক্তি অনেকটা বেড়ে গেছে।
  • তিনিই একমাত্র ব্যক্তি যিনি গড়ে তোলেন আমার বাংলা ব্লগ এবং তার অবদানের কারনেই আজ স্টিম আমার বাংলা ব্লগ কমিউনিটি এই অবস্থানে আছে।
  • তার এই বিপুল পরিমান ইনভেস্টের কারনে আজ #steemit প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটির SP সবচেয়ে বেশী।

Best community Steem Bangladesh

আমি Steem Bangladesh কে সেরা কমিউনিটি হিসাবে মনোনীত করব। কেননা Steem Bangladesh কমিউনিটিতে কাজ করে আমি স্বাচ্ছন্দবোধ করি।

#কেনো আমি Steem Bangladesh কে মনোনীত করেছি

  • প্রথম কারন হলো আমি শুরুতে এই কমিউনিটি থেকে পোস্ট করা শুরু করি আর আমার বন্ধু আমাকে এই কমিউনিটি সাজেস্ট করেছিলো।
  • এই কমিউনিটিতে স্প্যামারের কোনো স্থান নেই।
  • এই কমিউনিটির নিয়ম-কানুন অনেক ভালো।
  • এখানে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
  • এই কমিউনিটিটি নতুনদের শেখার জন্য বেশ কয়েকটি টিউটোরিয়াল পোস্ট পিন করে রেখেছে। যেটা দেখে একজন নতুন ইউজার সহজের শিখতে পারবে।
  • এখানে সবাই স্বাধীনভাবে পোস্ট করতে পারে।

Best author @hafizullah

আমি @hafizullah কে সেরা লেখক হিসেবে মনোনীত করব। তিনি একজন দক্ষ এবং সক্রিয় ইউজার। আমরা সবসময় তার কাছ থেকে কিছু শিখি। তিনি সবার পোস্ট পড়েন, আপভোট দেন। তারপর পোস্ট দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি ও আমাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। তিনি সবসময় অনন্য কিছু করার চেষ্টা করেন যা আমাকে সতেজ অনুভব করে। এরকম অথর স্টিমিটে আরো দরকার।